Neena-Viv-Masaba: বিবাহবহির্ভূত কন্যার বিয়েতে ভাষণ দিয়ে আবেগঘন নীনা-ভিভ, স্বামীকে চুম্বন মাসাবার
- Published by:Teesta Barman
Last Updated:
Neena-Viv-Masaba: অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম নতুন নয়। প্রেম, সম্পর্কের পর কখনও তা ভেঙে গিয়েছে, কখনও আবার বিয়ে পর্যন্ত গড়িয়েছে। কিন্তু নীনার জীবনে ব্যতিক্রমী ঘটনা ঘটে।
মুম্বই: দ্বিতীয় বার বিয়ে করলেন মাসাবা গুপ্তা। পাত্র, অভিনেতা সত্যদীপ মিশ্র। আর এই বিয়ের উপলক্ষেই এক হল মাসাবার গোটা পরিবার। যে পরিবার এক ছাদের তলায় থাকতে পারেনি কোনও দিনও। সেই বাবা-মা আবার এক হলেন। নীনা গুপ্তা এবং স্যার ভিভিয়ান রিচার্ডস।
বিবাহবহির্ভূত সম্পর্কে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন নীনা। তিনি প্রেমে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভের। অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম নতুন নয়। প্রেম, সম্পর্কের পর কখনও তা ভেঙে গিয়েছে, কখনও আবার বিয়ে পর্যন্ত গড়িয়েছে। কিন্তু নীনার জীবনে ব্যতিক্রমী ঘটনা ঘটে।
advertisement
advertisement
আরও পড়ুন: খরচ করে ১ম বিয়ে, তাও টেকেনি, তাই সাদামাটা অনুষ্ঠানে গাঁটছড়া মাসাবা-সত্যদীপের, মেয়ের বিয়েতে ভিভ!
আশির দশকে দুর্দান্ত প্রেম ছিল তাঁদের। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু ভিভকে বিয়ে না করেই সন্তান নিয়েছিলেন নীনা। মাসাবার জন্ম দেন তিনি। একা হাতে মানুষ করেছেন সন্তানকে। তার জন্য প্রভূত নিন্দার মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। সেই সময়ে অবশ্যই সাহসী পদক্ষেপ ছিল এটি। ভিভ রিচার্ডস পরে মিরিয়ামকে বিয়ে করেন এবং নীনা পরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন।
advertisement
advertisement
আর সেই দীর্ঘ ইতিহাসের পর মাসাবা-সত্যদীপের বিয়েতে। ওয়েস্ট ইন্ডিস থেকে ভিভিয়ান রিচার্ডস তাঁর কন্যার বিয়েতে উপস্থিত হয়েছিলেন। প্রাক্তন ক্রিকেটার তাঁর স্ত্রী, কন্যাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিসেই থাকেন। কিন্তু নীনার সঙ্গে বা মাসাবার সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন চিরকাল। নীনাকে বিয়ে করে সংসার না করলেও মেয়ের দায়িত্ব নিতে অস্বীকার করেননি কোনও দিন। এক ছাদের তলায় না থাকতে পারলেও মেয়ের বিয়ের জন্য ঠিক উড়ে এসেছেন ভারতে।
advertisement
advertisement
বিয়ের রিসেপশনে নীনা-ভিভ তাঁদের মেয়েকে নিয়ে ভাষণ দিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। মাইক হাতে দেখা গিয়েছে একটি ভিডিওতে। তাঁদের ভাষণ যদিও শোনা যায়নি। কেক কাটার ভিডিওতে এক এক মেয়েকে নিয়ে কথা বলেছেন তাঁরা।
গত ২৭ জানুয়ারি বিয়ের দিন নীনা সকলের একসঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘মেয়ে, নতুন ছেলে, ছেলের মা, ছেলের বোন, মেয়ের বাবা, আমি আর আমার স্বামী।’ তা যেন আরও বেশি করে নজড় কেড়েছিল ভক্তদের। ভিভের সঙ্গে নীনার সম্পর্ক যে কেবল মাসাবার সূত্রে, তা যেন আরও স্পষ্ট হয়ে গেল এই লেখায়। তিনি এখন তাঁর স্বামী বিবেকের সঙ্গেই সুখে রয়েছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 3:07 PM IST