Bollywood Gossip: ‘উনি আমায় গালিগালাজ করেছিলেন’; কার প্রসঙ্গে বিস্ফোরক তথ্য সামনে আনলেন এষা গুপ্তা
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Bollywood Gossip: একবার ভয়ঙ্কর বচসায় জড়িয়ে পড়েছিলেন এষা গুপ্তা এবং সাজিদ খান। আসলে তাঁরা একসঙ্গে সেই সময় কাজ করছিলেন হামশকলস ছবিতে। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় সেই ঝামেলার কথা তুলে ধরেছিলেন অভিনেত্রী।
একবার ভয়ঙ্কর বচসায় জড়িয়ে পড়েছিলেন এষা গুপ্তা এবং সাজিদ খান। আসলে তাঁরা একসঙ্গে সেই সময় কাজ করছিলেন হামশকলস ছবিতে। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় সেই ঝামেলার কথা তুলে ধরেছিলেন অভিনেত্রী। কীভাবে সাজিদ তাঁকে গালিগালাজ করেছিলেন আর কীভাবে তিনি সেই অভব্যতার জবাব দিয়েছিলেন, সেই বিষয়টিই স্পষ্ট করেছিলেন এষা। এমনকী এ-ও জানিয়েছিলেন যে, ছবিটি থেকে প্রায় বেরিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু কোনও রকমে ক্ষমা চেয়ে বিষয়টি সামাল দিয়েছিলেন প্রযোজক। ফলে প্রযোজকের অনুরোধ রাখতেই ছবিটি করতে রাজি হয়েছিলেন তিনি। যদিও এই অশালীন আচরণের প্রসঙ্গে ক্ষমা চেয়ে নিয়েছিলেন সাজিদ খানও।
আরও পড়ুনঃ বাতের ব্যাথার খেল খেতম, কোলেস্টেরলকে বলুন বাই-বাই! ৭দিন খান কাঁচা হলুদের সঙ্গে এক চামচ এই জিনিস!
এষা গুপ্তার কথায়, “আমার সঙ্গে ঝামেলা হয়েছিল। সাজিদ খান আর আমার মতের মিল হচ্ছিল না। ফলে শেষ পর্যন্ত আমাদের মধ্যে একটা ঝামেলা বেঁধে গেল। একবার এটা ঘটেছিল। আর তারপরে বিষয়টা কিন্তু আগের মতো রইল না। দেখুন, আমি পছন্দ করি না যে, লোকজন আমার সঙ্গে অভব্য আচরণ করবেন। সব সময় মানুষের সঙ্গে সেই রকম আচরণ করা উচিত, যে রকম আচরণ আপনি অন্যদের কাছ থেকে চান। বিষয়টা সাধারণই ছিল। উনি আমায় গালিগালাজ করেছিলেন… আর আমিও গালিগালাজ করেছিলাম।”
advertisement
এষা আরও জানান যে, ছবিটি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি। ফলে একটি দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিন্তু প্রযোজকের ক্ষমা প্রার্থনা তাঁর মানসিকতার পরিবর্তন ঘটিয়েছিল। অভিনেত্রীর কথায়, “আমি সেট থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। এমনকী ঠিক করে নিয়েছিলাম যে, ছবিটি থেকে বেরিয়ে যাব। কিন্তু সাজিদের অনেক আগেই প্রযোজকই প্রথম আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম।”
advertisement
advertisement
কিন্তু ঝামেলার কারণটা ঠিক কী ছিল? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কিছু মানুষ কথা বলার আগে কিছুই ভাবেন না। তাঁরা আসলে বিভিন্ন কারণে ফ্রাস্টেশনে ভোগেন। আমি এই বিষয়ে কথা বলতে চাই না। কারণ আমি এসব থেকে মুভ অন করেছি।” সাজিদের অভব্য আচরণ কি আদৌ #MeToo সংক্রান্ত অভিযোগ ছিল, সেটা নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। জবাবে এষা বলেন যে, “না, সেদিক থেকে আমি ওঁকে কৃতিত্ব দেব। সেই কারণে একটি খবরের কাগজ অনেক আগেই সাজিদ খানের সঙ্গে ভুল ভাবে আমার নাম জড়ানো হয়েছিল। আর আমি ওঁকে আমার কাছ থেকে ক্ষমা চাইতে বাধ্য করেছিলাম।”
advertisement
সব শেষে এষা বলেন যে, “সাজিদকে নিয়ে MeToo সংক্রান্ত বিষয়ে আমি কখনওই কিছু বলিনি। ওই অভিযোগ যখন সামনে এসেছিল, তখন সেই তালিকায় কিছু মানুষ আমার নাম যোগ করেছিলেন। তাতে অভিযোগ তোলা হয়েছিল সাজিদের বিরুদ্ধে। আমি বলেছিলাম, যেখানে যে যা ভুল করেছেন, সেখানে সেটা নিয়েই কেবল কথা বলুন।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 10:05 AM IST