Esha Gupta:'অন্তর্বাস' না পরেই কি রাস্তায় বেরিয়েছেন এষা, উরফির সঙ্গে তুলনা টেনে চরম কটাক্ষ,'উপস মোমেন্ট' ভাইরাল

Last Updated:

Esha Gupta: এষার ভাইরাল হওয়া ভিডিওতে দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের৷ অন্তর্বাস ছাড়াই কি তিনি প্রকাশ্যে বেরিয়েছেন এষা? উঠছে প্রশ্ন ৷

'অন্তর্বাস' না পরেই কি রাস্তায় বেরিয়েছেন এষা, উরফির সঙ্গে তুলনা টেনে চরম কটাক্ষ, 'উপস মোমেন্ট' ভাইরাল
'অন্তর্বাস' না পরেই কি রাস্তায় বেরিয়েছেন এষা, উরফির সঙ্গে তুলনা টেনে চরম কটাক্ষ, 'উপস মোমেন্ট' ভাইরাল
মুম্বই: শরীরে অতিরিক্ত পোশাক রাখাটাই যেন বড্ড ঝক্কির বিষয়। সেক্সি ফিগার ফ্লন্টস করেই একে অপরকে সর্বদাই টেক্কা দিচ্ছেন বলি তারকারা। বলি অভিনেত্রী এষা গুপ্তা রয়েছেন সেই তালিকার শীর্ষে৷ সম্প্রতি হট পোশাকে নেটদুনিয়ায ঝড় তুললেন এষা গুপ্তা। মুহূর্তের মধ্যে শরীরী ভাঁজে আগুন জ্বালিয়ে দিলেন নায়িকা৷ অভিনেত্রীর হট মুভসে যেমন পাগল হয়েছেন ভক্তরা, তেমনই ধেয়ে এসেছে চরম কটাক্ষ৷
সোশ্যাল মিডিয়াতে তিনি কতটা অ্যাক্টিভ তা কম-বেশি সকলেই জানেন৷ হামেশাই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী৷ বলি অভিনেত্রী যে কোনও ছবি পোস্ট করতেই তা সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়৷ সম্প্রতি মুম্বইতে একটি ইভেন্টের জন্য হাজির হয়েছিলেন এষা গুপ্তা৷ অভিনেত্রীকে দেখেই ভিড় জমান পাপারাৎজিরা৷ সাদা রঙের বডিকন পোশাকে এষাকে দেখেই চোখ সরাতে পারছিলেন না৷ ভিডিও ভাইরাল হতেই লাইক ও কমেন্টে ভরে গিয়েছে৷
advertisement
advertisement
advertisement
এষার ভাইরাল হওয়া ভিডিও দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের৷ অন্তর্বাস ছাড়াই কি প্রকাশ্যে বেরিয়েছেন এষা? উঠছে একাধিক প্রশ্ন ৷ নেটিজেনদের একজন বলেছেন, 'বাড়ি থেকে বেরোনোর সময় কি আয়না দেখেন না? নাকি পুরোটাই অ্যাটেনশন পাওয়ার জন্য?' কেউ আবার লিখেছেন, 'এষার উপস মোমেন্ট'৷ নেটিজেনদের একজন বলেছেন, 'লজ্জা করো'৷ কেউ কেউ আবার তার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন৷ একজন তাকে আবার উরফির সঙ্গে তুলনা টেনে কমেন্টে লিখেছেন, 'যেটা উরফি জাভেদ দেখান না , সেটাই তিনি দেখাচ্ছেন... উরফি তো ওনার চেয়ে অনেক বেশি শালীন'৷ এই ধরনের একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া৷ তবে কারোর মন্তব্যেরই জবাব দেননি এষা৷ অভিনেত্রীর জনপ্রিয়তাও দিন দিন আকাশছোঁয়া। তবে বলিউডে সিনেমায় এখন আর অত বেশি দেখা না গেলে তার সাফল্য কিছু কম নয়। ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে শেষবারের মতো 'আশ্রম ৩'-এ দেখা গিয়েছিল এষা গুপ্তাকে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Esha Gupta:'অন্তর্বাস' না পরেই কি রাস্তায় বেরিয়েছেন এষা, উরফির সঙ্গে তুলনা টেনে চরম কটাক্ষ,'উপস মোমেন্ট' ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement