Esha-Amrita: কোনও আক্ষেপ নেই আমার, ছবির সেটে সকলের সামনে অমৃতাকে সপাটে চড় মারার পর বলেন এষা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
পরবর্তীকালে বলিউডে বিশেষ ছাপ না রাখলেও সেই সময়ে এষা এবং অমৃতা দু'জনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
#মুম্বই: নায়িকাদের মধ্যে ঝগড়া। কোনও ইন্ডাস্ট্রিতেই নতুন নয়। মুখ দেখাদেখি বন্ধ বা দেখা হলেও হাল্কা হেসে চলে যাওয়া, এমন ঘটনা তো হামেশাই ঘটে। কিন্তু কলাকুশলীদের সামনে সপাটে চড়! এমন ঘটনা সচরাচর ঘটে না। কিন্তু বলিউডে এমন কাণ্ডের উদাহরণও রয়েছে।
অভিনেত্রী এষা দেওল এবং অমৃতা রাও এমন ঘটনা ঘটিয়েছিলেন। বলিপাড়ার সূত্রে খবর পাওয়া যায়, ঘটনাটি ঘটেছে 'প্যায়ারে মোহন' ছবির সেটে অমৃতার গালে চড় মারেন ধর্মেন্দ্র-কন্যা।
advertisement
পরবর্তীকালে এষা একটি সাক্ষাৎকারে সেই ঘটনার কথা নিজেই বলেন। তাঁর কথায়, 'আমার কোনও আক্ষেপ নেই। অমৃতার সঙ্গে এমনই করা উচিত ছিল'।
advertisement
কী করেছিলেন অমৃতা?
পরিচালক এবং ক্যামেরাম্যানের সামনে এষাকে খারাপ ভাষার গালিগালাজ করেন অমৃতা। সাক্ষাৎকারে এষা বলে, ''আমার মতে, অমৃতা সীমা অতিক্রম করেছিল। ওকে সেখানে থামানো দরকার ছিল। আর তাই আমি থাপ্পড় মেরেছি। আমার কোনও আক্ষেপ নেই। নিজের আত্মসম্মান রক্ষা করতেই আমি এই কাজ করেছিলাম।'' তাঁর কথাতেই জানা গেল, পরে নাকি অমৃতা নিজের ভুল বুঝতে পেরে এষার কাছে ক্ষমাও চেয়েছিলেন। এবং এষা তাঁকে ক্ষমা করে দেন। তাঁরা আগের মতোই বন্ধু হয়ে গিয়েছেন।
advertisement
এষাকে যখন প্রশ্ন করা হয়, তিনি কি মাঝে মাঝেই মেজাজ হারিয়ে ফেলেন? এষার উত্তর ছিল, ''কখনওই না। আমি খুবই মার্জিত, শিক্ষিত পরিবারের মেয়ে। আমাকে প্ররোচিত না করলে জীবনে এমন কাজ করি না।''
advertisement
যে ছবির সেটে এই ঘটনাটি ঘটেছে, সেই 'প্যায়ারে মোহন' মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। কুকি গুলাটি এবং ইন্দ্র কুমারের যৌথ পরিচালিত এই ছবিতে এষা, অমৃতা ছাড়াও দেখা গিয়েছিল বিবেক ওবেরয়, ফারদিন খান এবং বোমান ইরানিকে।
পরবর্তীকালে বলিউডে বিশেষ ছাপ না রাখলেও সেই সময়ে এষা এবং অমৃতা দু'জনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এক দিকে 'ধুম', 'কাল', 'দশ'-এর মতো হিট ছবির নায়িকা ছিলেন এষা। এবং অমৃতা তত দিনে 'ম্যায় হুঁ না', 'ইশক ভিশক'-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করে ফেলেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2022 10:57 PM IST