Emraan Hashmi: ঠোঁটঠাসা চুম্বন নিয়ে দুশ্চিন্তায় থাকতেন স্ত্রী, অনস্ক্রিন যৌনতার পর্দাফাঁস করলেন 'সিরিয়াল কিসার' ইমরান

Last Updated:

Emraan Hashmi: এটা অবশ্য ঠিক যে ধীরে ধীরে পর্দায় চুম্বনদৃশ্য থেকে নিজেকে গুটিয়ে এনেছেন নায়ক। কেন, সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি।

অনস্ক্রিন যৌনতার পর্দাফাঁস করলেন 'সিরিয়াল কিসার' ইমরান
অনস্ক্রিন যৌনতার পর্দাফাঁস করলেন 'সিরিয়াল কিসার' ইমরান
শোটাইমের তুঙ্গে থাকার সময়ে কত কী-ই না করে থাকেন নায়ক-নায়িকারা। এবার যদি ইমরান হাশমির কথা ওঠে, সবার আগে সবার মনে পড়ে যাবে ‘সিরিয়াল কিসার’ তকমাটা। বলিউডের কত ছবিতে, কত নায়িকাকেই না নিবিড় ভাবে, নানা ভাবে চুম্বন করেছেন ইমরান। বলাই হত এক সময়ে, পর্দায় চুম্বনের প্রয়োজন যদি হয়, ইমরান হাশমির মতো সেরা পারফরম্যান্স আর কেউ দিতে পারেন না বলিউডে।
চুম্বন খারাপ কিছু নয়। তা অন্তরঙ্গতার বহির্প্রকাশ। চিত্রনাট্যে তার প্রয়োজন হতেই পারে। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইমরান যা বলছেন, তা জানলে চমকে উঠতে হবে। বলিউডের অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় এই নায়কের এবার সাফ দাবি, তাঁর ‘সিরিয়াল কিসার’ ভাবমূর্তির সুযোগ তুলেছেন পরিচালক এবং প্রযোজকেরা। এটা অবশ্য ঠিক যে ধীরে ধীরে পর্দায় চুম্বনদৃশ্য থেকে নিজেকে গুটিয়ে এনেছেন নায়ক। কেন, সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি।
advertisement
advertisement
বলিউড হাঙ্গামা এই সাক্ষাৎকারে জানতে চেয়েছিল পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে এখন আর ইমরানকে দেখা যায় না কেন। উত্তরে নায়ক তুলে ধরেছেন দুটো দিক। প্রথমটা চলচ্চিত্র নির্মাণের দিক। তিনি জানিয়েছেন, এখন যখন তিনি নিজের আগের ছবিগুলো দেখেন, স্পষ্ট বুঝতে পারেন চিত্রনাট্যে ওই জায়গাগুলোয় চুম্বনের কোনও প্রয়োজনই ছিল না। পরিচালক এবং প্রযোজকেরা ইমরানকে ব্যবহার করে যৌনদৃশ্যের টানে সিনেমা হলের সিট ভর্তি করতে চাইতেন, দাবি তাঁর।
advertisement
দ্বিতীয় কারণ স্ত্রী পারভিন শাহানি। নায়ক সাফ জানিয়েছেন যে পর্দায় চুম্বনদৃশ্য না করার বিষয়ে তাঁকে পরামর্শ স্ত্রীই দিয়েছিলেন। তিনি আসলে ইমরানের যে ভাবমূর্তি তৈরি হয়ে গিয়েছিল, তা নিয়ে উদ্বেগে থাকতেন। স্ত্রীর কথা মেনেও নেন নায়ক।
তবে, করণ জোহরের প্রযোজনা সংস্থা থেকে শোটাইম নামে যে ওয়েব সিরিজ আসছে, তার ট্রেলারে কিন্তু ইমরানকে চুম্বনদৃশ্যে দেখা গিয়েছে। সেটা নিয়ে পারভিনের কী বক্তব্য? পারভিন এখনও শোটাইম দেখেননি, দেখলে ফের দুশ্চিন্তা করতে পারেন, অকপট স্বীকারোক্তি নায়কের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Emraan Hashmi: ঠোঁটঠাসা চুম্বন নিয়ে দুশ্চিন্তায় থাকতেন স্ত্রী, অনস্ক্রিন যৌনতার পর্দাফাঁস করলেন 'সিরিয়াল কিসার' ইমরান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement