Ekta Kapoor Corona positive : সাবধান থেকেও শেষরক্ষা হল না! করোনা আক্রান্ত একতা কাপুর

Last Updated:

Ekta Kapoor Corona positive : নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হয়েছেন।

সাবধান থেকেও শেষরক্ষা হল না! করোনা আক্রান্ত একতা কাপুর
সাবধান থেকেও শেষরক্ষা হল না! করোনা আক্রান্ত একতা কাপুর
#মুম্বই: দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ফের উদ্বেগ তৈরি করেছে। করোনার তৃতীয় ঢেউ তার দাপট দেখাতে শুরু করেছে। এরই মধ্যে রয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আতঙ্ক। সব মিলিয়ে করোনা পরিস্থিতি গোটা দেশে চিন্তা বাড়িয়েছে। করোনা থাবা বসিয়েছে বলিউডেও। এবার করোনা আক্রান্ত হলেন প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor Corona positive)। নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। সমস্ত রকমের সাবধানতা বজায় রাখার পরেও ভাইরাস তাকে আক্রান্ত করেছেন বলে জানিয়েছেন একতা।
একতা (Ekta Kapoor Corona positive লিখছেন, "সমস্ত সাবধানতা বজায় রেখেও আমি করোনা আক্রান্ত হয়েছি। আমি ঠিক আছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের অনুরোধ করছি পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য।" একতার এই পোস্টে তাঁর অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। বহু তারকারাও একতাকে দ্রুত সেরে ওঠার কথা বলেছেন। অভিনেতা বিক্রান্ত মাসে একতাকে (Ekta Kapoor Corona positive লিখেছেন, "দ্রুত সেরে ওঠো। অনেক ভালোবাসা ও আলিঙ্গন পাঠাচ্ছি।" হিনা খান লিখেছেন, "দ্রুত সেরে ওঠো।"এছাড়াও শ্বেতা তিওয়ারি, হংশল মেহেতা, গৌতমী কাপুর, সায়ন্তনী ঘোষও কমেন্ট করেছেন।
advertisement
View this post on Instagram

A post shared by Erk❤️rek (@ektarkapoor)

advertisement
advertisement
প্রসঙ্গত, বলিউডে একের পরে এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। স্বস্ত্রীক জন আব্রাহামও করোনা আক্রান্ত হয়েছেন। সোমবারই কোভিড ১৯ আক্রান্ত হওয়ার কথা জানতে পেরেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা (John Abraham)। দু'জনেই বাড়িতে কোয়ারিন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন জন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জন সোমবার করোনা আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেছেন। তারই সঙ্গে জানিয়েছেন, এক করোনা আক্রান্তের সংস্পর্শে তিন দিন আগেই পৌঁছেছিলেন তিনি। পরে তিনি জানতে পারেন করোনা আক্রান্ত ওই ব্যক্তিও।
advertisement
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নোরা ফাতেহি। নোরা জানিয়েছিলেন, করোনা ভালোই কাবু করেছে তাকে। যার জন্য করোনা আক্রান্ত হয়ে শয্যাশায়ী তিনি। এছাড়াও সম্প্রতি অর্জুন কাপুর, রিয়া কাপুর, ম্রুণাল ঠাকুর, শিল্পা শিরোদগর, করোনায় আক্রান্ত হয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ekta Kapoor Corona positive : সাবধান থেকেও শেষরক্ষা হল না! করোনা আক্রান্ত একতা কাপুর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement