Nora Fatehi: নোরাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন আর্থিক তছরূপ মামলায় মূল অভিযুক্ত সুকেশ ! সন্দেহ ইডি-র
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ED suspects conman Sukesh Chandrasekhar gifted luxury car to Nora Fatehi: ২০০ কোটি টাকা তছরুপের মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। তদন্তকারীদের অনুমান, তছরুপ করা অর্থ বিভিন্ন খাতে ব্যবহার করেছিল প্রতারণাকারী।
মুম্বই: একটি আর্থিক তছরূপ মামলায় সম্প্রতি বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহিকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) ৷ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয় ৷ নোরার পাশাপাশি আরেক অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও তলব করা হয় ইডি-র পক্ষ থেকে (ED suspects conman Sukesh Chandrasekhar gifted luxury car to Nora Fatehi) ৷
২০০ কোটি টাকা তছরুপের মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। তদন্তকারীদের অনুমান, তছরুপ করা অর্থ বিভিন্ন খাতে ব্যবহার করেছিল প্রতারণাকারী। বলিউডের বেশ কয়েকজনের নামও এই মামলায় উঠে এসেছে।
advertisement
ইডি-র অনুমান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নোরাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন ৷ India Today-র খবর অনুযায়ী ইডি-কে নোরা জানিয়েছেন, তাঁকে সুকেশের স্ত্রী অভিনেত্রী লীনা মারিয়া পল একটি ইভেন্টের জন্য আমন্ত্রণ করেছিলেন ৷ চেন্নাইতে গত বছর (২০২০) ডিসেম্বর মাসে ওই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল ৷
advertisement

ইডি আধিকারিকদের ধারণা তছরূপের ওই ২০০ কোটি টাকা দিয়েই নোরা ফাতেহিক একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন সুকেশ ৷
ইডি সূত্রে খবর, এই মামলায় বহুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। এর আগে ১৫ অক্টোবর অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থাটি।
advertisement
র্যানব্যাক্সি সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং এবং মালবেন্দ্র সিং-এর পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখর এবং লীনা পলের বিরুদ্ধে। এরা দু’জনেই আপাতত বন্দি রয়েছেন দিল্লির রোহিনী জেলে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে খবর, এই দুই অভিযুক্তের সঙ্গে সরাসরি যোগ রয়েছে জ্যাকলিন এবং নোরার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2021 12:12 PM IST