Durnibar-Mohor: গলা টিপে ধরে টেনে হিঁচড়ে আক্রমণ, চড়াও মোহরের উপরেও, তারপরই শুরু...! ভরদুপুরে কলকাতায় চরম বিপাকে দুর্নিবার-মোহর

Last Updated:

Durnibar-Mohor: এবার ভরদুপুরে কলকাতার রাস্তায় চরম বিপাকে পড়লেন গায়ক দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন ওরফে মোহর৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোংরা ঘটনার কথা নিজেই তুলে ধরেছেন দুর্নিবার৷

ভরদুপুরে কলকাতায় চরম বিপাকে দুর্নিবার-মোহর
ভরদুপুরে কলকাতায় চরম বিপাকে দুর্নিবার-মোহর
কলকাতা: কলকাতা শহর যে আর নিরাপদ নয় তা বারবারেই প্রমাণিত হয়ে যাচ্ছে৷ এবার ভরদুপুরে কলকাতার রাস্তায় চরম বিপাকে পড়লেন গায়ক দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন ওরফে মোহর৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোংরা ঘটনার কথা নিজেই তুলে ধরেছেন দুর্নিবার৷ তিনি বলেন, দিনেদুপুরে একদল লোকজন চড়াও হয়৷ তারপরই শুরু হয় অসভ্যতামি৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দুর্নিবার বলেন, আমি দুর্নিবার, আমার সঙ্গে আছে মোহর৷ ঠিক এক ঘণ্টা আগে ৯৯ নম্বর ওয়ার্ড, যেটা নেতাজীনগর থানার মধ্য্ পড়ে৷ নাকতলার ভিতরে একটা রাস্তায় মোড়ে ঘটনাটি ঘটেছে৷ আমরা আমাদের পোষ্যকে নিয়ে একটা গ্রুমিং সেন্টারে যাচ্ছিলাম৷ তখন বেলা ৩ টের সময়? কোথাও কোনও স্টপ সাইন নেই, রোড ব্লকেড নেই৷ কিন্তু কিছু লোকজন রাস্তায় কাজ করছিল৷ ৫-৬ বার হর্ন দেওয়ার পড়ে তারা সরেনি৷ তারপর গাড়ির কাচ নামিয়ে বলি, এটা দুপুরবেলা, রাস্তা ঠিক করার সময় নয়, সরে যান আর গাড়িটা যেতে দিন৷ ব্য, তারপরই তারা তেড়ে আসেন৷ ওদের সঙ্গে কথা বলতে গাড়ি থেকে নামতেই বাধে বিপত্তি৷
advertisement
advertisement
গায়ক আরও বলেন, ওরা আমার গলা চেপে ধরে৷ যাতে আমি নিঃশ্বাস নিতে না পারি৷ আমার গলায় ভীষণ ব্যথা৷ এখনও ঢোঁক গিলতে পারছি না৷ নিজেকে বাঁচাতে আমিও তাদের একজনের গলা ধরি৷ তখন ওরা ৩-৪জন মিলে টেনে হিঁচড়ে আমায় রাস্তার উল্টোদিকে নিয়ে যায়৷ পরিস্থিতি বেগতিক দেখে মোহর নামে গাড়ি থেকে৷ তখনও একজন আমার গলা টিপে ধরে আছে আর অন্যজন হাত ধরে আছে৷ আমি মোহরকে সেখান থেকে সরানোর চেষ্টা করি৷
advertisement
তবে এরম পরিস্থিতি দেখে মোহর বলে, যদি পারেন তো আমার গায়ে হাত দিয়ে দেখান৷ এরপরেই একজন মহিলা সজোরে চড়াও হয় মোহরের উপর এবং ধাক্কা মাড়ে৷ মোহরের হাতে খুব ব্যথা লাগে৷ রাস্তায় লোকজন জড়ো হয়ে যায়৷ ভরদুপুর বেলাতেই ওরা ডাল নিয়ে তেড়ে আসে৷ তাতে হাত কেটে যায় আমার৷ পুরো ঘটনায় আমরা মানসিকভাবে বিধ্বস্ত৷ সকলকে একটাই অনুরোধ করব, যাঁদের চোখে-মুখে অশিক্ষার ছাপ রয়েছে, তাঁদের থেকে দূরে থাকুন৷ তবে এটাও দুনির্বার জানান, যারা রাস্তায় কাজ করছিলেন, তারা কিন্তু মিস্ত্রী নন, তারা সেখানকার স্থানীয় বাসিন্দা৷ মোহর বলেন, এত কিছুর পরেও বলব, কিছু ভাল মানুষ হয়তো আছেন৷ আমাকে কাঁদতে দেখে একজন ভদ্রলোক বলেন, মা তুমি গাড়িতে গিয়ে বসো, চারিদিকে যা হচ্ছে বুঝতে পারছি না কেন হচ্ছে, তুমি প্লিজ গাড়িতে গিয়ে বসো৷ তবে এটা সত্যিই আমরা সকলেই খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি৷ এখনও বিষয়টা থেকে বের হতে পারছি না৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Durnibar-Mohor: গলা টিপে ধরে টেনে হিঁচড়ে আক্রমণ, চড়াও মোহরের উপরেও, তারপরই শুরু...! ভরদুপুরে কলকাতায় চরম বিপাকে দুর্নিবার-মোহর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement