চিনে নিন কে এই ‘দেবী চৌধুরানি’ ধারাবাহিকের প্রফুল্ল ?

Last Updated:

সদ্যই শুরু হয়েছে নতুন এই ধারাবাহিক ৷ শুরুতেই ক্রিজে কিন্তু বেশ জমে গিয়েছেন ময়নামতী, বিশাই ডাকাত, জমিদার হরবল্লভ আর সর্বপরি প্রফুল্ল ৷

#কলকাতা: সদ্যই শুরু হয়েছে নতুন এই ধারাবাহিক ৷ শুরুতেই ক্রিজে কিন্তু বেশ জমে গিয়েছেন ময়নামতী, বিশাই ডাকাত, জমিদার হরবল্লভ আর সর্বপরি প্রফুল্ল ৷
প্রাচীনকালের সেই ডাকাতরানি প্রফুল্লকে এই ধারাবাহিকের মাধ্যমে ফের তুলে আনা হয়েছে সেলুলয়েডের পর্দায় ৷ এর আগেও দেবি চৌধুরানিকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা-সিরিয়াল ৷ আবারও টিভি-র পর্দায় সেই এসেছে সেই ঐতিহাসিক চরিত্র ৷ ধারাবাহিকের চিত্রনাট্য চলছে এগিয়ে ৷ সদ্যই বড় হয়েছে ছোট্ট প্রফুল্ল ৷ এখন সে রীতিমতো যুবতী ৷ কিন্তু পর্দাযর সেই প্রফুল্ল আসলে কে ? কী তাঁর পরিচয় ?
advertisement
র‍্যাম্পে অন্যরূপে সোনা ৷ ছবি: ফসেবুকের সৌজন্যে ৷ র‍্যাম্পে অন্যরূপে সোনা ৷ ছবি: ফসেবুকের সৌজন্যে ৷
advertisement
এই প্রফুল্লর আসল নাম সোনা সাহা ৷ কে এই সোনা ? মডেলিং দিয়ে কেরিয়ার শুরু ৷ এরপর বিভিন্ন বিজ্ঞাপন, কভার স্টোরির মুখ হয়েছেন সোনা ৷ ফলে র‍্যাম্প হোক বা ক্যামেরা সবেতেই সাবলীল তিনি ৷ এবার দেখার তাঁর অভিনয় কতটা পছন্দ হয় দর্শকদের ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চিনে নিন কে এই ‘দেবী চৌধুরানি’ ধারাবাহিকের প্রফুল্ল ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement