Kaushik Sen: কৌশিকের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ! হতাশ তরুণ পরিচালক, কী বলছেন অভিনেতা

Last Updated:

Kaushik Sen: শৌভিক টলিপাড়ার তরুণ পরিচালক। সেখানে কৌশিকের মতো অভিনেতা ছবির প্রচারপর্ব থেকে সরে দাঁড়ানোর সিঁদুরে মেঘ দেখছেন তিনি।

চুক্তিভঙ্গের অভিযোগ কৌশিকের বিরুদ্ধে
চুক্তিভঙ্গের অভিযোগ কৌশিকের বিরুদ্ধে
কলকাতা: টলিপাড়ায় বকেয়া পারিশ্রমিকের দাবি বা  সম্পর্কিত অভিযোগ নতুন নয়। তবে এ বার অন্য ধরনের অভিযোগ এনেছেন পরিচালক শৌভিক দে। পরিচালকের নিশানায় টলিপাড়ার পরিচিত নাম অভিনেতা কৌশিক সেন। শৌভিকের ‘বরফি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। ছবির মুক্তি আসন্ন। কিন্তু পরিচালকের দাবি, এই ছবির প্রচারে অংশ নেননি কৌশিক।
ঠিক কী ঘটেছে জানতে শৌভিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বললেন, ‘‘আগামী মাসে আমার ছবির মুক্তি। কৌশিকদা ছবির মুখ্য চরিত্রে। কিন্তু উনি ছবির প্রচারের অংশ হতে রাজি নন। এতে তো আমার ছবির ক্ষতি হয়ে যাবে।’’
শৌভিক টলিপাড়ার তরুণ পরিচালক। সেখানে কৌশিকের মতো অভিনেতা ছবির প্রচারপর্ব থেকে সরে দাঁড়ানোর সিঁদুরে মেঘ দেখছেন তিনি। শেষ পর্যন্ত আর কোনও উপায় না দেখে শৌভিক মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নজরে আনেন।
advertisement
advertisement
জানুয়ারি মাসে এই ছবির শ্যুটিং শেষ করেন শৌভিক। পরিচালকের কথায়, ‘‘যে দিন শ্যুটিং শেষ হয়, সে দিনই আমি ওঁকে পারিশ্রমিক মিটিয়ে দিই। উনি বড় মাপের অভিনেতা। চিত্রনাট্য পছন্দ হয়েছিল বলেই অভিনয় করতে রাজি হয়েছিলেন। তার পরেও কেন এ রকম করলেন, বুঝতে পারছি না।’’
advertisement
কৌশিক যে ছবির প্রচারপর্বে সময় দেবেন, নির্মাতাদের দাবি চুক্তিপত্রেও তা লেখা ছিল। পরিচালক বললেন, ‘‘ওঁর কাছে দু’দিন সময় চেয়েছিলাম। কিন্তু কৌশিকদা জানিয়ে দেন যে, ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের ছবির প্রচারপর্বেও তিনি নাকি থাকেন না! কিন্তু নতুন পরিচালকদের সঙ্গেও এটা হলে, সেটা তো বাংলা ছবির ক্ষতি।’’
প্রসঙ্গত, মঙ্গলবারের সাংবাদিক সম্মেলন সম্পর্কে অবগত ছিলেন না  কৌশিক। তাঁকে ফোন করা হলেও ধরেননি। হোয়াটসঅ্যাপে বিষয়টি জানাতে কৌশিকের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘আমার কিছু বলার নেই। পেশাগত এবং ব্যক্তিগত কাজের চাপে এই ছবির প্রচারে আমি থাকতে পারিনি।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kaushik Sen: কৌশিকের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ! হতাশ তরুণ পরিচালক, কী বলছেন অভিনেতা
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement