Jayati Chakraborty | Indubala Bhaater Hotel: ওয়েব সিরিজ থেকে গান বাদ! অভিযোগ জয়তীর, আমার উপর ভরসা রাখতে পারতেন, বলছেন দেবালয়

Last Updated:

Jayati Chakraborty | Indubala Bhaater Hotel: জয়তীর অভিযোগ, তাঁকে না জানিয়েই দেবালয় ভট্টাচার্যের সিরিজ থেকে তাঁর গান বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে ফেসবুকে একটি পোস্টও লেখেন গায়িকা।

'ইন্দুবালা ভাতের হোটেল' থেকে কি সত্য়িই বাদ পড়েছে জয়তীর গান?
'ইন্দুবালা ভাতের হোটেল' থেকে কি সত্য়িই বাদ পড়েছে জয়তীর গান?
কলকাতা: 'ইন্দুবালা ভাতের হোটেল' মুক্তি পেয়েছে মার্চে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই সিরিজটি দর্শকের প্রশংসা কুড়িয়েছে দর্শকের। তবে সেটিকে ঘিরে বিতর্কও কিছু কম নয়। দিন কয়েক আগেই বারবার হুমকি পাওয়ার অভিযোগ এনেছিলেন সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায়। এ বার বিস্ফোরক গায়িকা জয়তী চক্রবর্তী।
জয়তীর অভিযোগ, তাঁকে না জানিয়েই দেবালয় ভট্টাচার্যের সিরিজ থেকে তাঁর গান বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে ফেসবুকে একটি পোস্টও লেখেন গায়িকা। তিনি লেখেন, 'ইন্দুবালা ভাতের হোটেল সিরিজ এ আমার কণ্ঠে একটি গান আছে বলে আমি জানতাম।।অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই।।আমার কণ্ঠ বাদ দিয়ে খুবই সুযোগ্য গুণী একজনের কণ্ঠ রাখা হয়েছে।'
advertisement
advertisement
এই ঘটনায় ব্যথিত জয়তী। সিরিজে তাঁর গানটি শোনার কথা অনেককেই বলেছিলেন সঙ্গীতশিল্পী। কিন্তু তাঁর অজান্তে সেই গান বাদ পড়ে যাওয়ায় আঘাত পেয়েছেন তিনি। জয়তীর কথায়, "কোনও শিল্পীর আশা ভঙ্গ হওয়ার দায় ও কোনোদিন কেউ নেন নি আর নেবেনও না এ কথাও সত্যি।তবুও যাদের বলেছি যে "শুনবেন দেখবে আমার গান আছে....গানটি বড় ভাল..."এই মিথ্যাচার থেকে রেহাই পাবার প্রচেষ্টা করলাম মাত্র...।"
advertisement
পুরো বিষয়টি জানতে নিউজ18 বাংলার পক্ষ থেকে পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানান, জয়তীর গাওয়া গানটি সিরিজ থেকে বাদ পড়েনি। বরং তা চূড়ান্ত পর্বে ব্যবহার করা হবে। পরিচালক বলেন, "জয়তীদির গাওয়া গানটি শুনতে বেশ ম্যাচিওর লাগছে। ইন্দুবালার বৃদ্ধ বয়সের সঙ্গে তা অনেক বেশি মানানসই। তাই সেই গানটি চতুর্থ থেকে অষ্টম পর্বের মধ্যে ব্যবহার করা হয়েছে।"
advertisement
সিরিজের সঙ্গীত পরিচালক অমিতের স্ত্রী ইক্সিতা মুখোপাধ্যায়ের গাওয়া ভার্সনটি ব্যবহার করা হয়েছে। তবে জয়তীর গান ব্রাত্য নয়। দেবালয়ের কথায়, "জয়তীদির আমি বিরাট ভক্ত। ওঁকে দিয়ে যখন আমি গানটি করিয়েছি, ওঁর উচিত ছিল আমার উপর একটু ভরসা রাখা। কোন গান কোথায় মানাবে, একজন নির্মাতা হিসেবে আমার সেটুকু বোঝার ক্ষমতা আছে। জয়তীদির গানটি অ্য়ালবাম, মিউজিক ভিডিও এবং সিরিজ, তিন জায়গাতেই থাকবে।"
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jayati Chakraborty | Indubala Bhaater Hotel: ওয়েব সিরিজ থেকে গান বাদ! অভিযোগ জয়তীর, আমার উপর ভরসা রাখতে পারতেন, বলছেন দেবালয়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement