Siliguri News: তৃতীয় লিঙ্গের মানুষদের শৌচালয়ের সমস্যা নিয়ে ছবি বানিয়ে চমক শিলিগুড়ি যুবকের
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Movie on Third Gender : গল্পে দেখা যাচ্ছে, তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির শৌচালয়ে যাওয়ার প্রয়োজন পড়েছে। ছুটে বেড়াচ্ছেন চারদিক। কিন্তু জায়গা খুঁজে পাচ্ছেন না তিনি।
শিলিগুড়ি: তৃতীয় লিঙ্গের শৌচালয় ব্যবহার নিয়ে সমস্যা বরাবরের। তাঁদের জন্য কোনও টয়লেট নেই! এই বিষয় নিয়েই স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ‘pay and use’ (পে অ্যান্ড ইউজ) বানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করল শিলিগুড়ির অলোক দাস। পাবলিক টয়লেটে পুরুষ এবং মহিলাদের নাম চিহ্নিত করা থাকলেও তৃতীয় লিঙ্গের জন্য কোনও চিহ্ন থাকে না। তাহলে তাঁরা যাবেন কোথায়? এই বিষয় নিয়েই সিনেমা তৈরি করেছেন শিলিগুড়ির অলোক। শিলিগুড়ি শহরেই পুরো সিনেমার প্রেক্ষাপট রচনা করেছেন এবং শিলিগুড়ির সমস্ত অভিনেতাকে নিয়ে কাজ করেছেন অলোক। সম্প্রতি শিলিগুড়ি সিনে সোসাইটির প্রেক্ষাগৃহে তাঁদের সিনেমাটি প্রদর্শিত হয়। এমন বিষয় নিয়ে গল্প বলায় সকলের বাহবা কুড়িয়েছে এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি।
প্রসঙ্গত, গল্পে দেখা যাচ্ছে, তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির শৌচালয়ে যাওয়ার প্রয়োজন পড়েছে। ছুটে বেড়াচ্ছেন চারদিক। কিন্তু জায়গা খুঁজে পাচ্ছেন না তিনি। পাবলিক টয়লেটে গেলে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয়। পুরুষ এবং মহিলাদের জন্য জায়গা চিহ্নিত করা থাকলেও তৃতীয় লিঙ্গদের টয়লেট করার জায়গা নেই সেখানে।
advertisement
advertisement
আরও পড়ুন: সদ্যোজাত ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন চুরমার! বউয়ের মরদেহ কাঁধে তুলে দাহ করতে যেতে হয় রাজপালকে
এমন বহু তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন যাঁদের প্রতি মুহূর্তে এমন সমস্যার সম্মুখীন হতে হয়। মূলত তাঁদের কথা ভেবেই এই ছবি বানানোর পরিকল্পনা মাথায় আসে। বিশ্বভারতীর স্নাতক অলোক দাস নিজে শিলিগুড়ির ছেলে। তাই শিলিগুড়ির অভিনেতা অভিনেত্রীদের নিয়ে শিলিগুড়িতেই এই কাজ করেছেন।
advertisement
সহকারী নির্দেশক হিসেবে ছিলেন অনুভব। মুখ্য চরিত্রে অভিনয় করেছে অনিত মুস্তাফি। এছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন প্রসেনজিৎ, পায়েল , দেবাশীষ, তত্ত্বব্রত ও বিশাল। ক্যামেরা এবং সম্পাদনায় ছিলেন মানব ঘোষ। সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন রজত ঘোষ। সিনেমার গান বেঁধেছেন ওপার বাংলার লিজু বাউলা। সব মিলিয়ে অলোকের এই সিনেমা সকলের মনে একটা প্রশ্ন রেখেই যায়।
advertisement
অলোকের কথায়, ‘‘সুলভ শৌচালয়ের সব জায়গাতেই মহিলা এবং পুরুষদের জন্য চিহ্নিত করা। কিন্তু তৃতীয় লিঙ্গের কোনও জায়গা নেই। ফলে তাঁদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করছি এবং আমার বলার মাধ্যম সিনেমা, তাই আমি আমার কথাগুলো সিনেমার মাধ্যমেই বলেছি। আশা করছি আমার কথা আমি সবার কাছে পৌঁছে দিতে পারব।’’ অন্যদিকে মুখ্য চরিত্রে অভিনীত অনিত মুস্তাফি জানান, ‘‘চরিত্রটি করতে গিয়ে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে। যদিও এমন ধরনের চরিত্র আমি আগেও করেছিলাম। এই সমস্যাটা সত্যি রয়েছে। আমি আশা করছি আমাদের সিনেমাটা যদি সকলের কাছে পৌঁছোয়, তাহলে সুলভ শৌচালয়ে হয়তো এবার পুরুষ-মহিলার পাশে অন্য চিহ্নও থাকতে পারে আগামীতে।’’
advertisement
অনির্বাণ রায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 26, 2023 5:55 PM IST








