Ujjwal Basu: উজ্জ্বল বসুর পরিচালনায় ফিরছে 'মেমসাহেব'! উত্তম-অপর্ণা নস্টালজিয়া নতুন মোড়কে বড় পর্দায়
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
উত্তম কুমার ও অপর্ণা সেন অভিনীত 'মেমসাহেব' আবার ফিরছে বড় পর্দায়। তবে নতুন রূপে পরিচালক উজ্জ্বল বসুর হাত ধরে।
উত্তম কুমার ও অপর্ণা সেন অভিনীত ‘মেমসাহেব’ আবার ফিরছে বড় পর্দায়। তবে নতুন রূপে পরিচালক উজ্জ্বল বসুর হাত ধরে। এই বিষয়ে নিউজ ১৮ বাংলা ডটকম পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান সিনেমা নয় বরং নিমাই ভট্টাচার্যের উপন্যাসই তাঁর ছবির রেফারেন্স।
১৯৭২ সালে প্রখ্যাত সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের উপন্যাস ‘মেমসাহেব’ অবলম্বনে পিনাকী মুখোপাধ্যায় ‘মেমসাহেব’ ছবিটি বড় পর্দায় আনেন। সেখানে মহানায়ক উত্তম কুমার ও অপর্ণা সেনের চরিত্র আজও বাঙালির মনের মণিকোঠায় স্বযত্নে তোলা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার ‘মেমসাহেব’ বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনার কারণ কী? জানতে চাওয়া হলে পরিচালক বলেন ” মেম সাহেব আমার কাছে অনেকটা ‘রোমিও-জুলিয়েট’-এর মতো। এটা বহুবার পড়া একটি প্রেমের উপন্যাস। যতবারই পড়েছি মনে হয়েছে আবার যদি এটা নিয়ে একটা ছবি করা যায়। এই জায়গা থেকেই ‘মেমসাহেব’ নিয়ে কাজ করা।”
advertisement
advertisement
বাঙালি দর্শক আগেও মেমসাহেব দেখেছে। সেখানে মহানায়ক উত্তম কুমার ছিলেন। তাই সবটা মিলিয়ে একটা তুলনার জায়গা তো চলে আসবেই, কী ভাবে তিনি দেখছেন বিষয়টি? প্রশ্ন ছুঁড়ে দিলে পরিচালকের উত্তর “না সেভাবে কখনও ভাবিনি। ৫১ বছর আগে বানান একটি ছবি। সেটা পিনাকী বাবু নিজের মত করে পরিবেশন করেছিলেন। আমি আমার মতো করে প্রেজেন্ট করব। হলিউড থেকে বলিউড এমনকি টলিউডেও একই গল্প বা উপন্যাসের উপর ভিত্তি করে বহু ছবি হয়েছে। এটাও আমার কাছে তাই। এখানে নিমাই বাবুর গল্পটাই আমার কাছে প্রধান রেফারেন্স।”
advertisement
মেমসাহেব বেছে নেওয়ার আরও একটি কারণ, বর্তমান সময়ে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে সিনেমা হলে গিয়ে ছবি দেখার আগ্রহ কমেছে দর্শকদের। তবে মোবাইল, ট্যাব অথবা টেলিভিশনের পর্দায় সাগ্রহে তাঁরা সিনেমা দেখেন। সেই জায়গা থেকে হলমুখী করার জন্য উজ্জ্বল বসুর এই পরিকল্পনা। কারণ এই গল্পের সেই ক্ষমতা রেয়েছে বলেই তিনি বিশ্বাস করেন। তিনি জানিয়েছেন সব ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হবে ছবির শ্যুট। তবে প্রধান চরিত্রে কাদের দেখা যাবে, সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি পরিচালক।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 7:36 AM IST