Sairity Banerjee: হাসপাতালে সৈরিতি! অসুস্থ হওয়ায় বন্ধ কাজ, কী হল অভিনেত্রীর
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
কেন হঠাৎ এই অসুস্থতা? কী হয়েছে তাঁর ? এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে নিউজ ১৮ বাংলা ডটকম। যোগাযোগ করলে সৈরিতি জানান তিনি অনবরত বমি কারণে ভীষণ অসুস্থ হয়ে পরেন।
হঠাৎই হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি ‘টুম্পা অটোওয়ালি’ মেগায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছিলেন। কেন হঠাৎ এই অসুস্থতা? কী হয়েছে তাঁর ? এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে নিউজ ১৮ বাংলা ডটকম। যোগাযোগ করলে সৈরিতি জানান তিনি অনবরত বমি কারণে ভীষণ অসুস্থ হয়ে পরেন।
ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ সৈরিতি। ঠিক যেন লাভ স্টোরি দিয়ে শুরু করেছিলেন মেগায় পথ চলা। বর্তমানে ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে তাঁকে দেখা যায়। হঠাৎ করেই তাঁর অসুস্থতার খবর আসে।
advertisement
কেন অভিনেত্রী ভর্তি হতে হল হাসপাতালে? প্রশ্ন করলে সৈরিতি বলেন, ” রাতে হঠাৎ করেই খুব বমি হতে শুরু করল। পাশাপাশি পেটটাও ঠিক ছিল না। তারপর সেখান থেকেই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। হাসপাতালে ভর্তি হতে হয়। সম্ভবত ডিহাইড্রেশনের জন্যই এ রকমটা হয়েছে। কাজেরও তো খুব চাপ থাকে।ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করা হয় না। তাই সবটা মিলিয়ে বিষয়টা হয়েছে। “
advertisement
আরও পড়ুন: আদৃতের সঙ্গে বিয়ে ভেঙে নতুন প্রেমিকের সঙ্গে আংটি বদল! উদয়-অনামিকার বিয়েতে সিডের সেই প্রাক্তন
তিনি জানান, চিকিৎসক তাঁকে কয়েকদিন পর্যবেক্ষণ করবেন, তাই তাঁকে হাসপাতালেই থাকতে হবে। পাশাপাশি অভিনেত্রী এও জানান, অসুস্থতার ব্যাপারে জানালে মেগার নির্মাতারাও তাঁকে যথেষ্ঠ সহায়তা করেছেন। তিনি বলেন ” ওঁরা জানিয়েছেন, কয়েকদিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে কাজে ফিরতে।” আপাতত আগে কিছুদিন হাসপাতালেই থাকতে হবে। সৈরিতি জানিয়েছেন তাঁর মেয়ে আপাতত তাঁর শাশুড়ি ও বরের কাছে রয়েছে তাই তিনি কিছুটা নিশ্চিন্ত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 6:49 PM IST