Sairity Banerjee: হাসপাতালে সৈরিতি! অসুস্থ হওয়ায় বন্ধ কাজ, কী হল অভিনেত্রীর

Last Updated:

কেন হঠাৎ এই অসুস্থতা? কী হয়েছে তাঁর ? এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে নিউজ ১৮ বাংলা ডটকম। যোগাযোগ করলে সৈরিতি জানান তিনি অনবরত বমি কারণে ভীষণ অসুস্থ হয়ে পরেন।

হঠাৎই হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি ‘টুম্পা অটোওয়ালি’ মেগায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছিলেন। কেন হঠাৎ এই অসুস্থতা? কী হয়েছে তাঁর ? এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে নিউজ ১৮ বাংলা ডটকম। যোগাযোগ করলে সৈরিতি জানান তিনি অনবরত বমি কারণে ভীষণ অসুস্থ হয়ে পরেন।
ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ সৈরিতি। ঠিক যেন লাভ স্টোরি দিয়ে শুরু করেছিলেন মেগায় পথ চলা। বর্তমানে ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে তাঁকে দেখা যায়। হঠাৎ করেই তাঁর অসুস্থতার খবর আসে।
advertisement
কেন অভিনেত্রী ভর্তি হতে হল হাসপাতালে? প্রশ্ন করলে সৈরিতি বলেন, ” রাতে হঠাৎ করেই খুব বমি হতে শুরু করল। পাশাপাশি পেটটাও ঠিক ছিল না। তারপর সেখান থেকেই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। হাসপাতালে ভর্তি হতে হয়। সম্ভবত ডিহাইড্রেশনের জন্যই এ রকমটা হয়েছে। কাজেরও তো খুব চাপ থাকে।ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করা হয় না। তাই সবটা মিলিয়ে বিষয়টা হয়েছে। “
advertisement
তিনি জানান, চিকিৎসক তাঁকে কয়েকদিন পর্যবেক্ষণ করবেন, তাই তাঁকে হাসপাতালেই থাকতে হবে। পাশাপাশি অভিনেত্রী এও জানান, অসুস্থতার ব্যাপারে জানালে মেগার নির্মাতারাও তাঁকে যথেষ্ঠ সহায়তা করেছেন। তিনি বলেন ” ওঁরা জানিয়েছেন, কয়েকদিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে কাজে ফিরতে।” আপাতত আগে কিছুদিন হাসপাতালেই থাকতে হবে। সৈরিতি জানিয়েছেন তাঁর মেয়ে আপাতত তাঁর শাশুড়ি ও বরের কাছে রয়েছে তাই তিনি কিছুটা নিশ্চিন্ত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sairity Banerjee: হাসপাতালে সৈরিতি! অসুস্থ হওয়ায় বন্ধ কাজ, কী হল অভিনেত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement