Manisha-Dimple: অভিনয় থেকে সন্ন্যাস নিতে চেয়েছিলেন মণীষা! ডিম্পলের পরামর্শ শুনেই রেগে আগুন হন নায়িকা, কী ঘটেছিল সেদিন? জানলে অবাক হবেন

Last Updated:

Manisha-Dimple: একটা সময় বলিউড থেকে সন্ন্যাস নিতে চেয়েছিলেন মণীষা। অভিনয় জীবন আর তাঁর ভাল লাগছিল না। ডিম্পলের পরামর্শ শুনে আরও রেগে যান, ঠিক কী হয়েছিল সেদিন?

অভিনয়ের প্রতি তিতিবিরক্ত মণীষা!
অভিনয়ের প্রতি তিতিবিরক্ত মণীষা!
মুম্বই: ২০১২ সালে ক্যানসার ধরা পড়ে। অভিনয় ছেড়ে দেন। শুরু হয় চিকিৎসা। ক্যানসারকে হারিয়ে ফের স্বমহিমায় বলিউডে ফিরেছেন মণীষা কৈরালা। ২০১৫ সালে ‘চেহরে’ ছবি দিয়ে রূপালি পর্দায় কামব্যাক করেন। আর সম্প্রতি সঞ্জয় লীলা বনশালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ তাঁর অভিনয় রীতিমতো হইচই ফেলে দিয়েছে।
একটা সময় বলিউড থেকে সন্ন্যাস নিতে চেয়েছিলেন মণীষা। অভিনয় জীবন আর তাঁর ভাল লাগছিল না। তিনি ‘বোরড’ হচ্ছিলেন। সেই সময় তাঁকে কিছু পরামর্শ দিয়েছিলেন বলিউডের আরেক বলিষ্ঠ অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। তবে ডিম্পলের পরামর্শ মনে ধরেনি মণীষার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মণীষা নিজেই জানিয়েছেন এই কথা।
advertisement
advertisement
প্রতিদিন সকালে উঠে মেকআপ, তারপর শ্যুটিং। পরদিন আবার সেই এক রুটিন। মেকআপ আর শ্যুটিংয়ের বাইরে যেন দুনিয়ায় আর কিছু নেই। এভাবে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছিলেন মনীষা। বিরক্তি নিয়ে ডিম্পল কাপাডিয়াকে বলেই ফেলেছিলেন, “অভিনয় করতে আর ভাল লাগছে না।”
advertisement
মণীষার নিজের কথায়, “আমার মনে আছে ডিম্পলজিকে কথাটা বলেছিলাম। একটা ছবির শ্যুটিং চলছিল। তিনিও ছিলেন। আমি ডিম্পলজিকে বললাম, ‘অভিনয় করতে আর ভাল লাগছে না।‘ তখন ডিম্পলজি বলেছিলেন, ‘উপভোগ করুন। চিরকাল এই সময়টা থাকবে না।‘ খুব ভাল কথা বলেছিলেন। কিন্তু সেই সময় এই পরামর্শ আমার মোটেই ভাল লাগেনি। মনে মনে ভাবছিলাম, ‘এটা আবার কী ধরণের কথা। আরে আমি অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, এটা আপনি বুঝতে পারছেন না।‘ আসলে আমার ভিতরে তখন অন্য কিছু চলছিল।”
advertisement
কেন ক্লান্তি? কেন অভিনয় করতে আর ভাল লাগছিল না মণীষা কৈরালার? অভিনেত্রী বলছেন, “একটানা কাজ, কোনও ছুটি নেই। বিরক্ত হয়ে গিয়েছিলাম।” এরপর একপ্রকার বাধ্য হয়েই ডিম্পল কাপাডিয়ার দ্বারস্থ হয়েছিলেন মনীষা। অভিনেত্রী বলেন, “হাতে তখন অনেক কাজ। একসঙ্গে অনেকগুলো সিনেমার শ্যুটিং চলছে। প্রতিদিন সকালে উঠে দুই থেকে তিন ঘণ্টা মেকআপে বসতে হত। তিন শিফটে তিনটি আলাদা সিনেমা। একটা শেষ করেই আরেকটার শ্যুটিং। দিনের ১৫ ঘণ্টা সেটেই কেটে যেত। জীবনে ছুটি বলে কিছু ছিল না। রবিবারেও কাজ করতে হত। সপ্তাহে ছ’দিন কাজ তখনও শুরু হয়নি। বছরে ৩৬০ দিনই শুধু কাজ আর কাজ। কোনও ছুটি নেই, কোনও ব্রেক নেই। মনে হয়, সেই কারণেই বিরক্ত হয়ে গিয়েছিলাম।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manisha-Dimple: অভিনয় থেকে সন্ন্যাস নিতে চেয়েছিলেন মণীষা! ডিম্পলের পরামর্শ শুনেই রেগে আগুন হন নায়িকা, কী ঘটেছিল সেদিন? জানলে অবাক হবেন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement