‘বিয়ে করবি না? ঘুরে বেড়াবি’, 'দিদি নম্বর ওয়ানে' রচনার ধমক, কী বললেন টেলি তারকা
- Published by:Teesta Barman
Last Updated:
সর্বসমক্ষে রচনা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেলেন টেলি তারকা। কেন? 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে টেলি তারকা বলেছেন, ''বিয়ে-টিয়ে হবে না আমার দ্বারা।'' ব্যস! এই কথা বলেই বিপাকে পড়লেন নায়িকা।
#কলকাতা: ''বিয়ে করবি না? ঘুরে বেড়াবি!'' সর্বসমক্ষে রচনা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেলেন টেলি তারকা। কেন? 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে টেলি তারকা বলেছেন, ''বিয়ে-টিয়ে হবে না আমার দ্বারা।'' ব্যস! এই কথা বলেই বিপাকে পড়লেন 'কী করে বলব তোমায়', 'তোমার খোলা হাওয়া'র নায়িকা স্বস্তিকা দত্ত।
গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রায় আড়াই বছরের সম্পর্ক স্বস্তিকার। সে কথা সবাই জানে। রিয়েলিটি শো-এর সঞ্চালক রচনাও সেই কথা মাথায় রেখেই ধমক দিলেন স্বস্তিকাকে। নায়িকাকে বিয়ের কথা জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ''বিয়ে-টিয়ে হবে না আমার দ্বারা।'' তাতে রচনার ধমক, ''বিয়ে করবি না? ঘুরে বেড়াবি!'' লজ্জা পেয়ে স্বস্তিকার উত্তর, ''আমার টেনশন হয়!'' রচনা অবাক হয়ে প্রশ্ন করেন, ''কিসের জন্য?''
advertisement

advertisement
স্বস্তিকার জবাবে জানা গেল, সবেতেই তাঁর দুশ্চিন্তা হয়। রচনার 'দিদি নম্বর ওয়ান'-এ আসার আগেও তিনি বেশ আতঙ্কিত ছিলেন। আর সে কারণেই তাঁকে এই শো-তে খুব বেশি দেখা যায় না। শো-এর বিভিন্ন পর্বের খেলাগুলো মায়ের সঙ্গে অনুশীলন করে ফেলেছেন এখানে আসার আগে।
advertisement
advertisement
কিন্তু রচনা তো ছাড়ার পাত্রী নন। শোভনের কথা সরাসরি না তুলে মজা করে বললেন, ''গান-টান শোনা হচ্ছে তো?'' আর সেই প্রশ্ন শুনেই লজ্জায় স্বস্তিকার 'পেটে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে।'
advertisement
তবে বিয়ে নিয়ে স্বস্তিকা যে একেবারেই ভাবছেন না, তা কিন্তু নয়। কারণ নিজের মুখেই বিয়ের পরিকল্পনা খোলসা করলেন নায়িকা। তাঁর ইচ্ছে, বিয়ে করলে লোকজনকে না খাইয়ে সেই টাকা জমিয়ে কোথাও ঘুরতে যাবেন। তাঁর এই পরিকল্পনা শুনে রচনা অট্টহাসি হেসে ওঠেন সেই মঞ্চে।
advertisement

নতুন মেগা শুরু হয়েছে স্বস্তিকার। স্বস্তিকার সঙ্গে এই ধারাবাহিকে দেখা যাবে শুভঙ্কর সাহাকে। রোজ রাত সাড়ে নটায় জি বাংলায় পর্দায় স্বস্তিকার দেখা পাওয়া যাবে নতুন অবতারে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2022 7:37 PM IST