অভিষেকের সঙ্গে কাজ করা হল না ঐশ্বর্য-র !

Last Updated:

তাহলে কী যা রটে তাই বটে ! মানে বচ্চন পরিবারে অভিষেক ও ঐশ্বর্য-র মধ্যে দাম্পত্য কোলাহল ! বহুদিন থেকে গুঞ্জনে একথা থাকলেও,

#মুম্বই: তাহলে কী যা রটে তাই বটে ! মানে বচ্চন পরিবারে অভিষেক ও ঐশ্বর্য-র মধ্যে দাম্পত্য কোলাহল ! বহুদিন থেকে গুঞ্জনে একথা থাকলেও, এই নিয়ে প্রকাশ্যে কোনও কিছুই আসেনি ৷ তবে সম্প্রতি বচ্চন পরিবারে যা ঘটে গেল, তা নিয়ে রীতিমতো সেই গুঞ্জন আবার ফিরে এল ৷
গপ্পোটা হল, নতুন বছরেই নিজের হোম প্রোডাকশনে ছবি তৈরি করতে চলেছেন অভিষেক বচ্চন ৷ ছবির নাম ‘লেফটি’ ৷ প্রভু দেবা পরিচালিত এই ছবিতে অভিনয় করবেন অভিষেক স্বয়ং ৷
শোনা গিয়েছে, অভিষেক নাকি একদমই চাইছেন না এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করুন ঐশ্বর্য রাই বচ্চন ৷ ঐশ্বর্য নাকি ইচ্ছা প্রকাশ করেছিলেন ছবিটা করার জন্য ৷ কিন্তু অভিষেক চান, নতুন কোনও মেয়েই আসুক অভিষেকের বিপরীতে ৷ তাই অভিষেকের কথাতেই আপাতত, হোম প্রোডাকশনের ছবি থেকে ঐশ্বর্যকে বাদ দিলেন৷
advertisement
advertisement
তবে অভিষেক জানিয়েছে, এই ছবির নায়িকার চরিত্রের জন্য ঐশ্বর্য মানানসই নয় ৷ তাই হোম প্রোডাকশনের হলেও, ছবিতে তিনি থাকছেন না ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিষেকের সঙ্গে কাজ করা হল না ঐশ্বর্য-র !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement