Dharmendra News: নিজের হাতে রান্না করে খাওয়াতেন ধর্মেন্দ্রকে, সম্পর্কও ছিল ভাল! অভিনেতার প্রয়াণে পুরনো স্মৃতি কাঁদাচ্ছে পুরুলিয়ার মুকেশকে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Dharmendra News: বিভিন্ন সময়তেই অভিনেতা ধর্মেন্দ্রকে রেঁধে খাওয়াতেন পুরুলিয়ার মুকেশ। বড্ড বেশি করেই সেই স্মৃতি যেন মনে পড়ে যাচ্ছে তাঁর।
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রয়াত হয়েছেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র সিং দেওল। ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মুম্বইয়ের পবন হংস শ্মশানে ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানান হয়েছে তাঁকে। তাঁর প্রয়াণে শোকোস্তব্ধ তারকা মহল থেকে তাঁর অনুরাগীরা। অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণে মন ভার পুরুলিয়ার ঝালদা এলাকার ইলু জারগো গ্রামের বাসিন্দা মুকেশ মাহাতোর। বিভিন্ন সময়তেই অভিনেতাকে রেঁধে খাওয়াতেন তিনি। বড্ড বেশি করেই সেই স্মৃতি যেন মনে পড়ে যাচ্ছে মুকেশের।
কর্মসূত্রে তিনি থাকেন দিল্লিতে। পেশায় একজন রাঁধুনি। দিল্লির এক সাংসদের বাংলোতে রাঁধুনি হিসাবেই কর্মরত তিনি। সেই বাংলোর ঠিক পাশেই অপর একটি বাংলোতে অভিনেতা সানি দেওল সাংসদ থাকাকালীন মাঝের মধ্যেই আসতেন। সেখানে অনেকবারই অভিনেতা ধর্মেন্দ্র ও ববি দেওল এসেছেন। তাঁদেরকে রকমারি পদ রান্না করে খাওয়াতেন মুকেশ। তবে বরাবরই স্বাস্থ্য সচেতন অভিনেতা ধর্মেন্দ্রর পছন্দের খাবার ছিল জিরো ওয়েলের যে-কোনও রান্না।
advertisement
advertisement
বলিউডের ‘হি-ম্যান’ আর নেই। তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। তাঁকে হারিয়ে চোখের জল ফেলছেন গোটা দেশবাসী। মন ভারাক্রান্ত পুরুলিয়ার ভূমিপুত্র মুকেশেরও। এ বিষয়ে মুকেশ মাহাতো বলেন, ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল সকলকেই তিনি রান্না করে খাইয়েছেন। তার সৌভাগ্য তিনি অভিনেতা ধর্মেন্দ্রকে সেবা করতে পেরেছিলেন। অভিনেতার মৃত্যুতে ভীষণই মন খারাপ তার। অভিনেতার সঙ্গে তার খুবই ভাল সম্পর্ক ছিল। তার ছেলেকেও অভিনেতা ভীষণ স্নেহ করতেন। সেই সমস্ত স্মৃতিই যেন তার বারে, বারে মনে পড়ছে তার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল। ৬০ বছরের অভিনয় জীবনে ৩০০-টিরও বেশি সিনেমাতে কাজ করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ৮৯ বছর বয়সে তার জীবনাবসান হয়। তারকা মহলের এই নক্ষত্র পতনে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 25, 2025 10:44 PM IST
