Accident Death: ট্রাকের সঙ্গে সাংঘাতিক সংঘর্ষ... মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেতা, ঘটনাস্থলেই মৃত অভিনেতার বাবা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পুলিশ সূত্রে খবর, অভিনেতা শাইন টম চাকো এবং তাঁর পরিবারের সদস্যেরা মেডিক্যাল চেকআপের জন্য ত্রিশুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন। ধর্মপুরী জেলার পালাকোডে পারাইয়ুরের কাছে গাড়িটির চালক আনিস (৪২) গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি ট্রাকে ধাক্কা দেন। গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং অভিনেতার বাবা চাকো ঘটনাস্থলেই মারা যান।
কোয়েম্বাটুর: ধর্মপুরী জেলার পালাকোডের কাছে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত মালায়ালাম অভিনেতার বাবা। গুরুতর জখম অভিনেতাও। কেরালা রাজ্যের ত্রিশুরের বাসিন্দা ৪১ বছর বয়সী অভিনেতা শাইন টম চাকো দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আপাতত পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, অভিনেতা শাইন টম চাকো এবং তাঁর পরিবারের সদস্যেরা মেডিক্যাল চেকআপের জন্য ত্রিশুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন। ধর্মপুরী জেলার পালাকোডে পারাইয়ুরের কাছে গাড়িটির চালক আনিস (৪২) গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি ট্রাকে ধাক্কা দেন। গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং অভিনেতার বাবা ঘটনাস্থলেই মারা যান। অভিনেতা শাইন, তার ভাই জো জন চাকো এবং অভিনেতার ম্যানেজার আনিস আহত হয়েছেন।
advertisement
আরও পড়ুন: জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা, কারা পাবেন এই বৃত্তি? যোগ্যতা-ফি বিশদে জানুন
advertisement
খবর পেয়ে পালাকোড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মপুরী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। অভিনেতার বাবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মপুরী সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
advertisement
সম্প্রতি জনপ্রিয় টেলি-অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন দুনিয়ায়। ক্যানসারের লড়াইয়ে মাত্র ৩৭ বছরেই মৃত্যু হল টেলি-অভিনেতা বিভু রাঘবের। ‘নিশা অউর উসকে কাজিনস’ ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ২ জুন মুম্বইতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নানাবতী হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 1:41 PM IST