জীবনের নতুন অধ্যায় শুরু, জিম প্রশিক্ষককে বিয়ে করলেন দেবলীনা
- Published by:Sanchari Kar
Last Updated:
জানা গিয়েছে, লোনাভলায় চুপিচুপি বিয়ে সেরেছেন শানওয়াজ এবং দেবলীনা। অভিনেত্রীর স্বামী এবং তাঁর পরিবার চাননি ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হোক।
#মুম্বই: না, এ বার আর কোনও মজা নয়। সত্যিই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গোপী বহু ওরফে দেবলীনা ভট্টাচার্য।
জিমের প্রশিক্ষক শানওয়াজ শেখকে বিয়ে করেছেন দেবলীনা। অনুরাগীদের নিজেই সুখবর দিলেন বাঙালি অভিনেত্রী। বিয়ের দিনে টুকটুকে লাল শাড়িতে সেজে উঠেছিলেন নতুন কনে। মাথায় ঘোমটা। সঙ্গে মানানসই ভারী গয়না। বিশেষ দিনের জন্য শানওয়াজ সেজে উঠেছিলেন কালো রঙের ব্লেজারে।
নতুন বর-কনের মুখে হাসি উজ্জ্বল। বিয়ের দিন নানা ভঙ্গিতে ছবি তুলেছেন তাঁরা। ক্যামেরার সামনে স্ত্রীকে কোলে তুলে নিতেও দ্বিধা করেননি শানওয়াজ।
advertisement
advertisement
দেবলীনার পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছাবার্তার বন্যা। অভিনেত্রীকে ভালবাসা জানিয়েছেন তাঁর সহকর্মীরাও।
advertisement
জানা গিয়েছে, লোনাভলায় চুপিচুপি বিয়ে সেরেছেন শানওয়াজ এবং দেবলীনা। অভিনেত্রীর স্বামী এবং তাঁর পরিবার চাননি ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হোক। তাই সকলের অগোচরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন অভিনেত্রী।
'সাথ নিভানা সাথিয়া'-র হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন দেবলীনা। এর পর তিনি 'বিগ বস'-এও অংশগ্রহন করেছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2022 9:56 PM IST