Filmfare Awards Bangla 2024 :জোর টক্কর অরিজিৎ-অনুপমের, ফিল্মফেয়ারে মনোনীত সৌমিতৃষাও! দেখে নিন ফিল্মফেয়ারে মনোনয়নের চমক লাগানো তালিকা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Filmfare Awards Bangla 2024: চলতি মাসের ২৯ তারিখ 'ফিল্মফেয়ার বাংলার' আসর বসবে শহরের এক পাঁচতারা হোটেলে। তবে তার আগে প্রকাশ্যে এল নমিনেশনের তালিকা।
কলকাতা: ভাল কাজের জন্য পুরস্কার পেতে কার না ভাল লাগে। আর অভিনয়ের ক্ষেত্রে যে সব পুরস্কারের নাম মাথায় আসে তার মধ্যে অন্যতম হল ‘ফিল্মফেয়ার’। বলিউডের সেরা পুরস্কারগুলির মধ্যে অন্যতম ফিল্মফেয়ার। তবে কয়েক বছর হল বাংলার ছবির কলাকুশলীদের জন্য এই জন্যও এই পুরস্কারে আয়োজন করা হয়।
এবছরও তার ব্যতিক্রম নয়, চলতি মাসের ২৯ তারিখ ‘ফিল্মফেয়ার বাংলার’ আসর বসবে শহরের এক পাঁচতারা হোটেলে। তবে তার আগে প্রকাশ্যে এল নমিনেশনের তালিকা।
নমিনেশনের তালিকায় দেবের সিনেমা প্রধান ও বাঘাযতীন তো রয়েছেই। পাশাপাশি তিনিও নিজেও আছেন তালিকায়। তবে এখানেই শেষ নয়, আসল চমক হল সেরা নবাগতা অভিনেত্রীর তালিকায় রয়েছেন দেবের ‘প্রধান’-এর সহ-অভিনেত্রী সৌমিতৃষা ও দেবের ‘বাঘাযতীন’-এর নায়িকা সৃজা দত্তও। সেরা গায়ক হিসেবে টক্কর দিচ্ছেন অরিজিৎ-অনুপমের। সব মিলিয়ে তালিকাতে রয়েছে বিরাট চমক। বাংলা বিনোদন জগতের সব তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী থেকে গায়ক গায়িকা কারা কারা রয়েছেন তালিকায় দেখে নিন।
advertisement
advertisement
সেরা ছবি
কাবুলিওয়ালা
প্রধান
বাঘাযতীন
রক্তবীজ
অর্ধাঙ্গিনী
দশম অবতার
সেরা পরিচালক
অরুণ রায় (বাঘাযতীন)
অতনু ঘোষ (শেষ পাতা)
অভিজিৎ সেন (প্রধান)
কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধ্বাঙ্গিনী)
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ)
সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার)
সুমন ঘোষ (কাবুলিওয়ালা)
সেরা ছবি (সমালোচকদের মতে)
advertisement
মায়ার জঞ্জাল
নীহারিকা
পালান
শেষপাতা
শহরের উষ্ণতম দিনে
সেরা অভিনেতা
অনির্বাণ চক্রবর্তী
দেব
জিৎ
মিঠুন চক্রবর্তী
পরমব্রত চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সেরা অভিনেতা (সমালোচকদের মতে)
অঞ্জন দত্ত
মিঠুন চক্রবর্তী
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ঋত্বিক চক্রবর্তী
শিলাজিৎ মজুমদার
সুব্রত দত্ত
সেরা অভিনেত্রী
advertisement
চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
জয়া আহসান (দশম অবতার)
কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি)
ঋতাভরী চক্রবর্তী(ফাটাফাটি)
শোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
সেরা অভিনেত্রী (সমালোচকদের মতে)
অনুরাধা মুখোপাধ্যায় (নীহারিকা)
অপি করিম (মায়ার জঞ্জাল)
গার্গী রায়চৌধুরী (শেষ পাতা)
মমতা শঙ্কর (পালান)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
advertisement
তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)
সেরা সহ-অভিনেতা
অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী)
অনির্বাণ ভট্টাচার্য (দশম অবতার)
অনির্বাণ চক্রবর্তী (প্রধান)
যিশু সেনগুপ্ত (দশম অবতার)
কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
বিক্রম চট্টোপাধ্যায় (শেষ পাতা)
সেরা সহ-অভিনেত্রী
অনসূয়া মজুমদার (রক্তবীজ)
অপরাজিতা আঢ্য (চিনি ২)
advertisement
জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
মল্লিকা মজুমদার (নীহারিকা)
শ্রাবন্তী চট্টোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান)
সেরা অ্যালবাম
অর্ধাঙ্গিনী (অনুপম রায়)
দশম অবতার (অনুপম রায়)
কাবুলিওয়ালা (ইন্দ্রদীপ দাশগুপ্ত)
মায়াকুমারী (বিক্রম ঘোষ)
মিথ্যে প্রেমের গান (কুন্তল দে, রণজয় ভট্টাচার্য, সৌম্য ঋত)
শহরের উষ্ণতম দিনে (নবারুণ বসু ও আকাশ চক্রবর্তী)
সেরা গান
advertisement
অনুপম রায়- আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার)
অনুপম রায়- আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)
অরিত্র সেনগুপ্ত ও রণজয় ভট্টাচার্য- নীরবতায় ছবি (মিথ্যে প্রেমের গান)
কৌশিক গঙ্গোপাধ্যায়- আমি আর ও (পালন)
ঋতম সেন- জানি অকারণ (ফাটাফাটি)
সেরা পার্শ্ব গায়ক
অনুপম রায়- আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার)
অনুপম রায়- ফিরে এসো (প্রধান)
অরিজিৎ সিং- ভাব যদি (কাবুলিওয়ালা)
অরিজিৎ সিং- জিয়া তুই ছাড়া (বিয়ে বিভ্রাট)
ইশান মিত্র ও রণজয় ভট্টাচার্য- নীরবতায় ছবি (মিথ্যে প্রেমের গান)
মাহতিম সাকিব- তুমি জানতেই পারো না (চিনি ২)
রূপম ইসলাম- শেষ বলে কিছু আসে কি (শেষ পাতা)
সেরা পার্শ্ব গায়িকা
অবর্ণা রায়- মলয় বাতাসে (নীহারিকা)
অন্তরা মিত্র- জানি অকারণ (ফাটাফাটি)
অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী- নাক্কু নাকুর না যাও ঠাকুর (রক্তবীজ)
ইমন চক্রবর্তী- আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)
সেরা অরিজিনাল গল্প
অতনু ঘোষ (শেষ পাতা)
কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
কৌশিক গঙ্গোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান)
নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া সেন (রক্তবীজ)
সেরা চিত্রনাট্য
অতনু ঘোষ (শেষ পাতা)
ইন্দ্রনীল রায়চৌধুরী ও সুগত সিনহা (মায়ার জঞ্জাল)
সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার)
জিনিয়া সেন ও শর্বরী ঘোষাল (রক্তবীজ)
সেরা নতুন অভিনেত্রী
সৌমিতৃষা কুণ্ডু (প্রধান)
শ্রীজা দত্ত (বাঘা যতীন)
তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)
সেরা নতুন পরিচালক
অরিত্র সেন (ঘরে ফেরার গান)
পরমা নেওটিয়া (মিথ্যে প্রেমের গান)
শ্রীজাত (মানবজমিন)
সুমন্ত্র রায় (ঘাসজমি)।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 6:45 PM IST