Dev-Subhashree: ভাল থাকার 'টনিক', দেবের ছবির প্রচার করলেন খোদ শুভশ্রী, দেখুন--

Last Updated:

অতীতের সমস্ত তিক্ততা ভুলে দেবের ছবির প্রচারে শুভশ্রী (Dev-Subhashree), এই ঘটনায় খুশি দেব-শুভশ্রীর অনুরাগীরাও

#কলকাতা: করোনাভাইরাস, লকডাউন, অসুস্থতা, আতঙ্ক, অনিশ্চয়তা... গত ২ বছর ধরে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব! মারণ ভাইরাস এসে এক লহমায় যেন সবকিছু ওলট-পালট করে দিল! অবসাদ যেন কিছুতেই পিছু ছাড়ে না! তাই এই মন খারাপের সময় ভাল থাকার 'টনিক' (Tonic Bengali Film) নিয়ে এলেন টলিউডের মহা 'দেব'! আগামিকালই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেব-পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'টনিক'! এককথায় মন ভাল করার মহৌষধ! আর সবথেকে বড় খবর, এই ছবির প্রচার করলেন খোদ টলিউডের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়! অতীতের সমস্ত তিক্ততা ভুলে দেবের ছবির প্রচারে শুভশ্রী (Dev-Subhashree), এই ঘটনায় খুশি দেব-শুভশ্রীর অনুরাগীরাও! মানতে হবেই, 'টনিক'-এর মধ্যে সব খারাপ কিছুকে পাশে সরিয়ে রেখে ভাল থাকার টনিক আছেই!
ছবির প্রযোজক অতনু রায় চৌধুরী(Atanu Ray Chaudhuri), পরিচালক অভিজিৎ সেন (Avijit Sen)। 'টনিক'- এর (Tonic Bengali Film) মুখ্য চরিত্রে রয়েছেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়। দেকা মিলবে শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়েরও।
সোশ্যাল মিডিয়ায় 'পরাণ যায় জ্বলিয়া রে' তারকা জানান, ''২৪ ডিসেম্বর আসছে ছোট বড় সবার জন্যে টনিক। পরিচালনায় আছে অভিজিৎ দা, আমার ভীষণ প্রিয়, তাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে একটাই রিকোয়েস্ট সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন।''
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Avijit Sen (@avijitsen416)

advertisement
২০০৯ সালে 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথম একসঙ্গে দেখা যায় দেব-শুভশ্রীকে (Dev-Subhashree)! ছবিটি বক্স-অফিসে যেমন মারকাটারি হিট হয়েছিল, দর্শকও ১০০-এ ১০০ দিয়েছিল দেব-শুভশ্রী জুটিকে! একে একে এই জুটি কাঁপিয়েছেন 'পরাণ যায় জ্বলিয়া রে', ' রোমিও', 'খোকাবাবু'-র মতো সুপারডুপার হিট ছবিতে! সেই সময় ইন্ডাস্ট্রির অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত, দেব শুভশ্রীর মধ্যে নাকি প্রেম দানা বাঁধছে! যদিও দুই তারকার কেউ-ই এই বিষয়ে মুখ খোলেননি! সবসময় তাঁরা একে অপরকে 'ভাল বন্ধু'-ই বলে এসেছেন।
advertisement
শোনা যায়, একসময় নাকি দু'জনের মধ্যে সম্পর্কে তিক্ততা দেকা দিয়েছিল! তবে সে অতীত! বর্তমানে, রাজের ঘরণী শুভশ্রী। ছেলে ইউভানকে নিয়ে তাঁদের সুখের সংসার। অন্যদিকে দেব আর রুক্মিণীর বন্ধুত্বও মধুর! যদিও তাঁদের বন্ধুতা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই, কিন্তু তারকার কেউই এই বিষয়ে মুখ খোলেননি!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev-Subhashree: ভাল থাকার 'টনিক', দেবের ছবির প্রচার করলেন খোদ শুভশ্রী, দেখুন--
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement