Dev-Rukmini: দেব নয়, রুক্মিণীর ‘১০০% লাভ’ জিৎ! আড্ডায় গোপন তথ্য ফাঁস
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Dev-Rukmini: সম্প্রতি, দেবের সঙ্গে খোলামেলা আড্ডায় এক গোপন তথ্য ফাঁস করলেন রুক্মিণী। মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’।
সম্প্রতি, দেবের সঙ্গে খোলামেলা আড্ডায় এক গোপন তথ্য ফাঁস করলেন রুক্মিণী। মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। সেখানে সত্যবতীর রূপে দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে৷ সেই ছবির প্রচারের সময় আড্ডায় রুক্মিণী তাঁর পরের ছবির অভিনেতা জিতকে – ‘১০০% লাভ’ বলেন।
advertisement
advertisement
নেটদুনিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, কফি হাতে আড্ডায় দেব ও রুক্মিণী। দেব সেখানে রুক্মিণীকে বলেন, ‘আমার সঙ্গে কাজ করলে টেনশন-এ থাকো আর জিৎদার সঙ্গে কাজ করলে রিল্যাক্স থাকো।’ তাঁর উত্তরে নবাগতা সত্যবতী বলেন, ‘ জিৎদা হল ১০০% লাভ’। দেব ও তাঁর কথায় সম্মতি জানিয়ে বলেন, ‘আমারও’।
advertisement
২০১৭ সালে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রথম ছবি ‘চ্যাম্প’-এর হাত ধরে টলিউডে পা রাখেন রুক্মিণী মৈত্র। ইতিমধ্যে বলিউডেও পা রেখেছেন তিনি। ঘরোয়া প্রোডাকশনের পাশাপাশি তিনি অন্যান্য হাউসে সঙ্গেও হিট ছবি উপহার দিয়েছেন। তারমধ্যে অন্যতম ‘সুইজারল্যান্ড’। এই ছবিতে আবিরের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
তবে, এই প্রথমবার জিতের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী। ‘বুমেরাং’ ছবিটির শুভ মহরত হয়েছে গত মাসের ১৪ জুলাই। সেই ছবি প্রসঙ্গে কথা বলার সময় এই মজার কথোপকথোন ভাগ করে নেন দেব-রুক্মিণী। চলতি বছরে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী-একটি নটির উপাখ্যান’- এ বিনোদিনী এবং ‘মহাভারত’-এ দ্রৌপদী হিসেবে অভিনয় করবেন রুক্মিণী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 11:48 AM IST