Khadaan Box Office: রাত ২টোয় ১ম শো হাউজফুল... বাঙালির মুখে মুখে 'খাদান'! প্রেক্ষাগৃহে ঢাকঢোল, নাচ! দেব লিখলেন...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ছবিতে রয়েছেন দেব, যীশু সেনগুপ্ত, ইধিকা পাল ও বরখা বিস্ত। পরিচালক সুজিত রিনো দত্ত।
কলকাতা: দেব মানেই জনতা। দেব মানেই হাউসফুল। দেব মানেই বক্সঅফিস হিট। তবে রাত দুটোর শো যে বক্স অফিসজুড়ে এভাবে ঝড় তুলবে তা কেউ আন্দাজ করেনি। যেখানে ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’ বলে পরিচালকদের আক্ষেপ শোনা যায়, সেখানে এক বাংলা ছবিতেই এ দৃশ্য, এ বোধহয় শুধুই দেব ম্যাজিক। শেষ এই ম্যাজিক ঘটিয়েছিলেন শাহরুখ। ছবির নাম ছিল ‘জওয়ান’। তারপর বাঙালীকে ভেলকি দেখালেন দেব।
বৃহস্পতিবার রাত ২টোয় ছিল খাদানের প্রথম শো ব্যারাকপুরের ‘অমলা’ সিনেমায়। রাত জাগা চোখগুলোতে তখন শুধুই দেবকে দেখার তাগিদ। বাজছে ঢাক আর ঢোল। নিজের X হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন দেব।
1st show #Khadaan 2am
This is the situation
Happy me
Will share the reviews too 🙏🏻 pic.twitter.com/3X902ejb6V— Dev (@idevadhikari) December 19, 2024
advertisement
advertisement
হিন্দি ছবির দাপটে বাংলা ছবির হল না পাওয়া নিয়ে অনেক অভিযোগ এসেছে। ‘পুষ্পা ২’-র কারণে নাকি হল পাচ্ছিল না ‘খাদান’। সোশ্যাল মিডিয়ায় দেব জানিয়েছিলেন, কারও নিকটবর্তী প্রেক্ষাগৃহে ‘খাদান’ না এলে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তবে প্রথম শো-এর এই ছবি দেখে কারও বুঝতে বাকি নেই যে ‘খাদান’ রমরমিয়ে ব্যবসা করবে। ছবিতে রয়েছেন দেব, যীশু সেনগুপ্ত, ইধিকা পাল ও বরখা বিস্ত। পরিচালক সুজিত রিনো দত্ত। তবে খাদানকে জোরদার টক্কর দিতে পারে রাজ চক্রবর্তীর ছবি ‘সন্তান’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 8:56 AM IST