কেন পায়ে হেঁটে দিলজিতের কনসার্ট-এ গেলেন দীপিকা! রাস্তায় যা হয়েছিল, শুনে অবাক হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Deepika Padukone- চলতি বছরের সেপ্টেম্বর মাসে বলিউডের তারকা দম্পতি দীপিকা-রণবীরের কোলজুড়ে আসে কন্যা সন্তান ‘দুয়া’। তার পর থেকে মেয়ের সঙ্গেই বেশিরভাগ সময় কাটছে অভিনেত্রীর। খুব একটা জনসমক্ষে দেখা যায়নি দীপিকাকে।
বেঙ্গালুরু: চলতি বছরের সেপ্টেম্বর মাসে বলিউডের তারকা দম্পতি দীপিকা-রণবীরের কোলজুড়ে আসে কন্যা সন্তান ‘দুয়া’। তার পর থেকে মেয়ের সঙ্গেই বেশিরভাগ সময় কাটছে অভিনেত্রীর। খুব একটা জনসমক্ষে দেখা যায়নি দীপিকাকে। তবে তাঁর নিজের শহর বেঙ্গালুরুতে কনসার্ট ছিল দিলজিৎ দোসাঞ্জের। আর সেই কনসার্ট কোনওভাবেই মিস করতে চাননি দীপিকা। তাঁকে অনেকদিন পর দেখা গেল একেবারে অন্য রূপে। বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে রীতিমতো নাচতেও দেখা যায় অভিনেত্রীকে।
সাদা সোয়েটশার্ট এবং নীল জিন্সে দীপিকাকে দেখাচ্ছিল অনবদ্য। মা হওয়ার পর দীপিকাকে এমন রূপে দেখে সকলেই মুগ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, দিলজিতের দুর্দান্ত পারফরম্যান্স উপভোগ করছেন দীপিকা। দিলজিতের সঙ্গে মঞ্চে দীপিকাকে দেখা যায়। প্রসঙ্গত, দীপিকা তাঁর গর্ভাবস্থায়ও শুটিং করেছেন। ‘কল্কি ২৮৯৮ এডি’-র ছবির প্রচারও করেছেন সেই সময়। তবে মা হওয়ার পর লাইমলাইট থেকে দূরেই ছিলেন তিনি। এই সময়টা একান্তই ‘দুয়া’কে দিতে চান বলেও জানিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন- ‘আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য…’, হিন্দি গান বিতর্কে অবশেষে সপাট জবাব ইমনের
বাবা হওয়ার পর জীবন কতটা বদলে গেছে সেই বিষয়ে একটি সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘এই মুহূর্তে এক অন্য আনন্দে রয়েছি। আমি অনেক দিন ধরেই বাবার ডিউটিতে।’ এর এদিকে হঠাৎই বেঙ্গালুরুতে দিলজিতের অনুষ্ঠানে পৌঁছে যান দীপিকা। তবে এই কনসার্ট দেখার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় তাঁকে।
advertisement
advertisement
আরও পড়ুন- অভাগা অভিনেত্রী…! বিয়ে না করেই আজীবন ‘বিধবা’ থেকে গেলেন এই নায়িকা, বলুন তো কে
বেঙ্গালুরুর ট্রাফিক সম্পর্কে প্রায় সকলেই জানেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় সেই ট্রাফিকে। দীপিকাও সেই সমস্যাতেই আটকে পড়েন। আর অপেক্ষা করতে গেলে হয়তো দিলজিতের সঙ্গে আর দেখাই হত না তাঁর। তাই তড়িঘড়ি নেমে পড়েন গাড়ি থেকে। বেঙ্গালুরুর সেই রাস্তা থেকে হেঁটেই পৌঁছন অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন দীপিকার কয়েক জন বন্ধু। সেই ভিডিয়ো এখন ভাইরাল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2024 10:57 PM IST