Iman Chakraborty: 'আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য...', হিন্দি গান বিতর্কে অবশেষে সপাট জবাব ইমনের
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Iman Chakraborty: মঞ্চে প্রতিবাদ করেন গায়িকা। তাঁর এই পদক্ষেপের কারণে নানা মহলে প্রশংসা কুড়িয়েছেন ইমন। ঠিক তেমনই সমালোচনার মুখেও পড়েছেন।
কলকাতা: সম্প্রতি এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন ইমন চক্রবর্তী। সেই সঙ্গীতানুষ্ঠান খুব কম সময়েই পরিণত হয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সেখানেই হঠাৎ এক শ্রোতা বলে ওঠেন, তিনি বাংলা গান শুনতে চান না। ইমনকে হিন্দি গান গাইতে হবে। শুধু তা-ই নয়, এক প্রকার কড়া নির্দেশের সুরে বলেন, “বাংলা শুনব না। হিন্দি গান গাইতে হবে, নাচব।” চুপ করে থাকেননি ইমনও। মঞ্চে তখনই প্রতিবাদ করেন গায়িকা। তাঁর এই পদক্ষেপের কারণে নানা মহলে প্রশংসা কুড়িয়েছেন ইমন। ঠিক তেমনই সমালোচনার মুখেও পড়েছেন।
অনেকেই ইমনের এই প্রতিবাদকে সুযোগের ‘সদ্ব্যবহার’ বলে মনে করেছে। আবার কেউ কেউ ইমনকে কাঠগড়ায় তুলেছেন। গায়িকা নিজে যখন মঞ্চে হিন্দি গান করতে দ্বিধাবোধ করেন, তবে এই প্রতিবাদ কেন? প্রশ্ন তাঁদের। অবশেষে সব কিছুরই উত্তর দিলেন ইমন।
advertisement
ফেসবুকে একটি পোস্টে ইমন লেখেন, ‘সঙ্গীত আমার কাছে সব, মানে সব। সব ধরনের গান গাইবার ইচ্ছে আমার বহুদিনের। আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইব। কিন্তু আমাকে আমার এই জায়গা দিয়েছেন আপামর বাংলা ভাষায় কথা বলা মানুষরা। আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করা একটা মেয়ে, বাংলা ভাষায় কথা বলতে পারা একটা মেয়ে। এখানে আমার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন থাকেন। আমার গোটা পৃথিবী এখানে থাকে। কোথাও কেউ কোনও ভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব। একই ভাবে প্রতিবাদ করব।’
advertisement
পরিশেষে ইমন লেখেন, ‘সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেই ভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2024 4:01 PM IST