Deepika Padukone-Ranveer Singh: অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে দীপিকা! জবাবে কী বললেন নায়িকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
রণবীরের সঙ্গে থাকাকালীনও অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দীপিকা৷ একথা প্রকাশ করতেই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় নিন্দার ঝড়৷
‘কফি উইথ করণে’র নতুন সিজন শুরু হয়ে গিয়েছে৷ সিজন ৮-এর প্রথম পর্বেই অতিথি হয়ে এসেছিলেন বি-টাউনের অন্যতম সেরা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন৷ জমজমাট এই পর্বে দুই তারকা নিজেদের ব্যক্তিগত জীবনের অনেক গোপন কথা ফাঁস করেন৷
রণবীরের সঙ্গে থাকাকালীনও অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দীপিকা৷ একথা প্রকাশ করতেই দীপিকাকে নিয়ে শুরু হয় নিন্দার ঝড়৷ ট্রোলের শিকার হন অভিনেত্রী৷ তবে এবার ট্রোলারদের নিজেই একহাত নিলেন তিনি৷
advertisement
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন দীপিকা৷ ভিডিওতে একটি জনপ্রিয় অডিওতে গলা মিলিয়েছেন অভিনেত্রী৷ যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে,‘‘ ভীষণ সুন্দর, খুব ভাল, দারুণ দেখাচ্ছে’’৷
advertisement
advertisement
রুপোলি রঙা পোশাকের সঙ্গে বড় বড় কানের দুলে দীপিকাকে আক্ষরিক অর্থেই দুর্দান্ত দেখাচ্ছে৷ তবে, এই পোস্টের অন্তর্নিহিত অর্থ বুঝতে কারও দেরি হয়নি৷ পোস্টটিতে কমেন্ট করেছেন রণবীর সিং থেকে শুরু করে করণ জোহরও৷
প্রসঙ্গত, করণের শোতে এসে দীপিকা জানিয়েছিলেন যে, সেই সময় তিনি এবং রণবীর ডেট করছিলেন বটে, তবে দুজনে ‘ওপেন রিলেশনশিপে’ ছিলেন৷ অর্থাৎ, দু’জনেই অন্য নারী পুরুষের সঙ্গেও সময় কাটাতে পারতেন৷
advertisement
সেই সময় বেশ কয়েকজন পুরুষের প্রতি আকৃষ্টও হয়েছিলেন দীপিকা৷ তিনি আসলে একটি সম্পর্ক থেকে সবে সবে বেরিয়েছিলেন৷ মানসিক ভাবে অন্য সম্পর্কে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না৷ কিছুদিন ‘সিঙ্গল লাইফ’ কাটাতে চাইছিলেন৷ দীপিকা জানান, অন্য পুরুষদের সঙ্গে দেখা করে, কথা বলে, রোমাঞ্চিত হলেও, তাঁর মন সবসময় পড়ে থাকত রণবীরের কাছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2023 8:27 PM IST