Deepika-Ranveer Baby Girl Dua: দুয়াকে কোলে নিয়ে বিমানবন্দরে রণবীর-দীপিকা, জন্মের পর প্রথমবার প্রকাশ্যে, মা নাকি বাবার মতো দেখতে? ভাইরাল ভিডিও

Last Updated:

Deepika-Ranveer Baby Girl Dua Viral Video: দুয়াকে নিয়ে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে প্রথমবার দেখা মিলল দীপিকা-রণবীরের। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং সম্প্রতি মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন আদুরে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। জানিয়েছেন মেয়ের নাম রেখেছেন 'দুয়া', যার অর্থ 'প্রার্থনা'।

রণবীর-দীপিকা
রণবীর-দীপিকা
মুম্বইঃ দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং সম্প্রতি মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন আদুরে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। জানিয়েছেন মেয়ের নাম রেখেছেন ‘দুয়া’, যার অর্থ ‘প্রার্থনা’। দুয়া সিং পাদুকোনের ছোট্ট পায়ের ছবির সঙ্গে তার নাম প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় উপচে পড়ে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। এবারে সেই দুয়াকে নিয়ে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে প্রথমবার দেখা মিলল দীপিকা-রণবীরের।
advertisement
advertisement
এক ছবি শিকারীর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, দীপিকা ও রণবীর তাঁদের গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছচ্ছেন। বিমানবন্দরে প্রবেশের ঠিক মুখেই তাঁদের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। রণবীর ছিলেন গোলাপী জ্যাকেট, চুলের খোপা। ওয়ান পিসে একেবারে ছিমছাম দীপিকা। দুয়াকে কোলে নিয়ে গাড়ির মধ্যে বসেছিলেন। তবে ভিডিওয় মেয়ের মাথা বা মুখ দেখা যাচ্ছে না কিছুই। আদুরে ছবিতে মা-মেয়ের বন্ধনের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। ছোট্ট ক্লিপটিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আমাদের বেবি গার্ল দুয়া পাড়ুকোন সিং’।
advertisement
আরও পড়ুনঃ বিয়ের কিছুদিনেই সঙ্গীর সঙ্গে মিলনে অনীহা? কীভাবে বজায় রাখবেন সম্পর্কের উষ্ণতা, রইল দারুণ টোটকা
অন্য এক পাপারাৎজির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাত কন্যাকে জড়িয়ে ধরে গাড়ির ভিতরে বসে রয়েছেন দীপিকা। গাড়ি থেকে নামছেন মেয়েকে বুঝে জড়িয়ে ধরে। তারপরে ভিতরে ঢুকে যাচ্ছেন। সেই সময়টুকুতে তাদের আগলে রাখছেন বাবা রণবীর সিং।
advertisement
advertisement
প্রসঙ্গত, দীপাবলিতে দীপিকা এবং রণবীরের যৌথ ইনস্টাগ্রাম দিওয়ালি পোস্টে মেয়ের ছোট পায়ের একটি মিষ্টি ছোট্ট শেয়ার করেন। ছবিতে পিঙ্ক রঙা জমকালো পাজামা ছিল দুয়ার পরনে। যদিও শুধুই পায়ের ছবি শেয়ার করেন সিং দম্পতি। ক্যাপশনে এই দম্পতি লিখেছেন, “‘দুয়া পাড়ুকোন সিং। ‘দুয়া’ : যার অর্থ প্রার্থনা। কারণ ও আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। দীপিকা ও রণবীর।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika-Ranveer Baby Girl Dua: দুয়াকে কোলে নিয়ে বিমানবন্দরে রণবীর-দীপিকা, জন্মের পর প্রথমবার প্রকাশ্যে, মা নাকি বাবার মতো দেখতে? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই
সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা,তবে রাজ্যে বৃষ্টি নেই
  • সাগরের উপর নিম্নচাপ অঞ্চল

  • মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

  • তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই

VIEW MORE
advertisement
advertisement