#নয়াদিল্লি: JNU কাণ্ড নিয়ে সরব গোটা বলিউড ৷ অভিনেত্রী স্বরা ভাস্কর থেকে শুরু করে দিয়া মির্জা, তাপসী পান্নু, ট্যুইঙ্কল খান্না, জেনিলিয়া ডিস্যুজার মতো নামি-দামী বলিউড তারকারা গর্জে উঠেছেন ৷ প্রতিবাদের সুরে ভেসেছেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, অনুভব সিনহা, বিশাল ভরদ্বাজের মতো বলিউডের পরিচালকেরা৷ এবার সেই তালিকাতেই নাম লিখিয়ে ফেললেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ মঙ্গলবার সন্ধে নাগাদ পৌঁছে গেলেন জেএনইউ-এর ক্যাম্পাসে ৷ পাশে দাঁড়ালেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৷ জেএনইউ-য়ের সবরমতি টি-স্টলের সামনে পড়ুয়াদের প্রতিবাদী সভায় দেখা গেল ‘ছপ্পক’ অভিনেত্রীকে ৷ সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতে ছড়িয়ে পড়েছে ৷
অন্যদিকে, গতকাল রাতে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে একজোট হয়ে জেএনইউ কাণ্ডে সরব হয়েছিলেন একদল পড়ুয়া, সাধারণ মানুষ৷ প্রতিবাদে গর্জে উঠলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহা, জোয়া আখতার, রীমা কাগতি, তাপসী পন্নু ! গান গানইলেন জনপ্রিয় গীতিকার স্বনন্দ কিরকিরে ৷
#WATCH Delhi: Deepika Padukone joins students at Jawaharlal Nehru University, during their protest against #JNUViolence. pic.twitter.com/Ytc28MCGHT
— ANI (@ANI) January 7, 2020
তবে এই প্রতিবাদ একেবারেই অহিংস ৷ কোনও স্লোগান নয়, রাজপথে লম্বা মিছিল নয়, বরং সুধীর মিশ্রা পরিচালিত বলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি ‘হাজারো খোওয়াইশে অ্যায়সি’র জনপ্রিয় গান ‘বাওরা মন’ গেয়ে প্রতিবাদকে এগিয়ে নিয়ে গেলেন বলিউডের জনপ্রিয় গীতিকার স্বনন্দ কিরকিরে ৷ অংশ নিয়েছিলেন প্রতিবাদে সামিল হওয়া অন্যান্য বলিউড সেলেবরাও ৷
মুম্বইয়ের সেই রাতের প্রতিবাদ ইতিমধ্যেই সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরাল হয়েছে অনুরাগ কাশ্যপ, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহা, জোয়া আখতার ও রীমা কাগতির সেই ভিডিও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Chhapak, Deepika padukone, JNU, News