Deepika Padukone On Instagram: রণবীর ছাড়া আর কাকে ভালবাসেন দীপিকা! Instagram-এ জানালেন আরেক ভালবাসার কথা

Last Updated:

Instagram-এ নিজের দ্বিতীয় ভালবাসার কথা জানালেন দীপিকা পাড়ুকোন।

#মুম্বই: মনডে মোটিভেশন পোস্ট শেয়ার করলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। পাশাপাশি নিজের Instagram প্রোফাইলে নিজের ভালোবাসার সঙ্গে পরিচয় করালেন। বর্তমানে ফাইটার (Fighter)ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এই বলি অভিনেত্রী।
দীপিকা পাডুকোন তাঁর নিজের Instagram প্রোফাইলে একটি অ্যানিমেটেড ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একজন বাচ্চা মেয়ে যোগা ম্যাটের উপর যোগ করছে। বিভিন্ন আসন করতে দেখা গেছে ওই মেয়েটিকে।
বলি অভিনেত্রী যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে নিজের ভালোবাসার সঙ্গে পরিচয় করিয়ে বেশ কয়েকটি লাইনও লিখেছেন তিনি। নিজের যোগা ম্যাটটিই তাঁর ভালোবাসা। তিনি লিখেছেন, “আমি ভালোবাসি...আমার যোগা ম্যাট। এটুকুই। এটাই হল পোস্ট।” এই পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে তাঁর অনুরাগীরা একাধিক কমেন্ট করেছেন। বিভিন্ন ইমোজি পোস্ট করেছেন সেই পোস্টে। কেউ কেউ হার্ট ইমোজি পোস্ট করেছেন। পাশাপাশি আগুনের ইমোজিও দিয়েছেন অনেকে।
advertisement
advertisement
কয়েকদিন আগেই নিজের স্বামী ও অভিনেভা রণবীর সিংয়ের (Ranveer Singh) জন্মদিন পালন করেছেন। রণবীরের জন্মদিনেও নিজের সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি এবং তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এমনকী তাঁদের দুজনকে তাওদা কুত্তা টমি (Twada Kutta Tommy) ভিডিয়ো ট্রেন্ডে ভিডিয়ো পোস্ট করতে দেখা গেছে। যা সব ধরনের সোশাল মিডিয়া ইউজারদের কাছে প্রশংসা পেয়েছে।
advertisement
ওই ভিডিয়ো পোস্টের পাশাপাশি দীপিকা পাডুকোন লিখেছিলেন, “এটা তোমার জন্মদিন। তাওদা কুত্তা যে কারণে টমি এবং সাদ্দা কুত্তা যে কারণে কুত্তা সেভাবে আমি শান্তি বজায় রাখব… শুভ জন্মদিন আমার সবথেকে প্রিয় মানুষ।” সঙ্গে রণবীর সিংকে ট্যাগও করেন তিনি।
এখানেই শেষ নয় তাওদা কুত্তা টমি-গানটি যিনি তৈরি করেছিলেন ইসরাজ মুখাতে (Yashraj Mukhate) দীপিকার ওই ভিডিয়োর নিচে কমেন্ট করেন। তিনি লিখেছিলেন, “বাপ! দিন ভাল হয়ে গেল।” (BAAAAAAAAAP!!!!! DIN BAN GYA!!!!!!!!) সঙ্গে বেশ কিছু ইমোজিও পোস্ট করেন তিনি।
advertisement
জানা গেছে, আর কিছুদিনের মধ্যে ফাইটার সিনেমায় শুটিং শুরু করবেন দীপিকা পাডুকোন। তাঁর সঙ্গে থাকবেন হৃত্বিক (Hritik Roshon) রোশন। দ্যা ইনটার্ন (The Intern) ছবিতেও অমিতাভের (Amitabh Bacchan) সঙ্গে দেখা গেছে দীপিকাকে। এছাড়াও শাকুন বাত্রার (Shakun Batra) পরের ছবিতেও দেখা যাবে দীপিকাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone On Instagram: রণবীর ছাড়া আর কাকে ভালবাসেন দীপিকা! Instagram-এ জানালেন আরেক ভালবাসার কথা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement