Deepika Padukone in Besharam Rang: হু হু করা ঠান্ডা হাওয়ায় জমে যাচ্ছিলাম বেশরম রং শ্যুটে, 'প্রিয় গান' নিয়ে দীপিকা!
- Published by:Teesta Barman
Last Updated:
Deepika Padukone in Besharam Rang: গান এবং নাচের মূল চরিত্র দীপিকা পাড়ুকোন বিতর্কের জলঘোলার মাঝে নীরবতা পালন করেছিলেন। ছবি মুক্তির দিন এগোতে শুরু করলে তিনি তাঁর 'প্রিয় গান' নিয়ে মুখ খুলেছেন।
মুম্বই: ছবি মুক্তির আগেই ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানে পারদ চড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তা সে বিতর্কের পারদ হোক বা উষ্ণতার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ দেখানো শুরু হয় এই গান নিয়ে। পাড়ুকোনকে গেরুয়া বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তা নিয়ে আগে থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। তা ছাড়া ছবির বিভিন্ন অংশে নায়িকার শরীরের বিভিন্ন অংশ দৃশ্যমান ছিল। ফলে ‘শালীনতা’ নিয়েও প্রস্ন উঠেছিল।
কিন্তু গান এবং নাচের মূল চরিত্র দীপিকা পাড়ুকোন বিতর্কের জলঘোলার মাঝে নীরবতা পালন করেছিলেন। ছবি মুক্তির দিন এগোতে শুরু করলে তিনি তাঁর 'প্রিয় গান' ‘বেশরম রং’ নিয়ে মুখ খুলেছেন। ছবির প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মস সদ্য একটি প্রচারমূলক ভিডিও পোস্ট করা হয়েছে।
She is a total femme fatale in #Pathaan as she transforms into a spy with a license to kill! Watch @deepikapadukone bare her heart about her role, what makes her and @iamsrk one of the biggest all-time blockbuster jodis of the Indian film industry & much more... pic.twitter.com/d4hEHccZbq
— Yash Raj Films (@yrf) January 23, 2023
advertisement
advertisement
দীপিকা সেখানে জানান, ছবির দু’টি গানই ‘ঝুমে যো পাঠান’ বা ‘বেশরম রং’ তাঁর পছন্দের। কিন্তু বিতর্কিত ওই গানটি শ্যুট করতে সবথেকে বেশি করসত করতে হয়েছে তাঁকে। তাই হয়তো একটু বেশিই পছন্দ দ্বিতীয়টি।
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
advertisement
গানের ভিডিওটি দেখে মনে হচ্ছিল, শ্যুটের সময়ে ওই জায়গার আবহাওয়া খুবই আরামদায়ক ছিল, রোদে ভেজা, মনোরম। কিন্তু তা মোটেও সত্যি নয়। শ্যুটের সময়ে হু হু করে ঠান্ডা হাওয়া বইছিল। শ্যুট হয়েছিল স্পেনে। বিচের পার্টিতে বিভিন্ন স্যুইমস্যুটে নাচ করতে দেখা গিয়েছে দীপিকাকে। কিন্তু আদপে যে কী ভোগান্তি, তার আন্দাজ পাওয়া যেত না দীপিকা না জানালে।
advertisement
এই ছবির চরিত্রের জন্য কঠিন ফিটনেস রেজিমে ছিলেন তিনি। কিন্তু ভক্তদের সামনে তাঁর ডায়েট সম্পর্কে খোলসা করতে চাননি দীপিকা। তাঁর যুক্তি, ‘অনেক সময়ে অভিনেতাদের ডায়েট শুনে সেটা ট্রাই করতে চেষ্টা করেন অনেকে। কিন্তু সবসময়ে ঠিক নয়। তাই বিস্তারিত বলব না। প্রবল মেনটেইন করতে হয়েছে আমায়।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 4:10 PM IST