#মুম্বই: বলিউডে এখন এক নম্বর কোন নায়িকা? সবাই এক কথায় বলবেন দীপিকা পাড়ুকোন ৷ তা সৌন্দর্যে হোক বা বক্স অফিস কালেকশনে দীপিকাকে টেক্কা দেওয়া এখন বেশ কঠিন অন্য হিরোইনদের কাছে ৷ তাই দীপিকা এখন সবার কাছে এতটাই ফেভারিট যে, পাপারাৎজি থেকে শুরু করে নেটিজেনরা সবাই মুখিয়ে থাকে দীপিকা কী করলেন, দীপিকা কী পরলেন !
তবে এবার দীপিকা যা করলেন, তা দেখে রীতিমতো শোরগোল পরে গিয়েছে, বলি পাড়ায় ৷ নেটিজেনরা তো দীপিকাকে এই রূপে দেখে একেবারে হতবাক ৷
তা নতুন কী করলেন দীপিকা?
নিজেকে ফিট রাখতে রোজই জিমে যান দীপিকা ৷ নিয়মিত ব্যায়ামও করেন তিনি ৷ তবে এবার দীপিকা শুধু এক্সারসাইজ করলেন না, বরং সুযোগ পেয়ে নেচে উঠলেন লুঙ্গি ডান্সের গানে৷ জিমে উপস্থিত অন্যরা দীপিকাকে এই অবস্থায় দেখে একেবারে হতবাক ৷ আর দীপিকার এই জিমে গিয়ে নাচ এখন ঝড়ের মতো ভাইরাল....
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Deepika padukone, Video, Viral Video