হোম /খবর /বিনোদন /
জিমে গেয়ে নেচে উঠলেন লুঙ্গি ডান্স ! দীপিকার ভিডিও ভাইরাল

জিমে গেয়ে নেচে উঠলেন লুঙ্গি ডান্স ! দীপিকার ভিডিও ভাইরাল

বলিউডে এখন এক নম্বর কোন নায়িকা? সবাই এক কথায় বলবেন দীপিকা পাড়ুকোন ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডে এখন এক নম্বর কোন নায়িকা? সবাই এক কথায় বলবেন দীপিকা পাড়ুকোন ৷ তা সৌন্দর্যে হোক বা বক্স অফিস কালেকশনে দীপিকাকে টেক্কা দেওয়া এখন বেশ কঠিন অন্য হিরোইনদের কাছে ৷ তাই দীপিকা এখন সবার কাছে এতটাই ফেভারিট যে, পাপারাৎজি থেকে শুরু করে নেটিজেনরা সবাই মুখিয়ে থাকে দীপিকা কী করলেন, দীপিকা কী পরলেন !

তবে এবার দীপিকা যা করলেন, তা দেখে রীতিমতো শোরগোল পরে গিয়েছে, বলি পাড়ায় ৷ নেটিজেনরা তো দীপিকাকে এই রূপে দেখে একেবারে হতবাক ৷

তা নতুন কী করলেন দীপিকা?

নিজেকে ফিট রাখতে রোজই জিমে যান দীপিকা ৷ নিয়মিত ব্যায়ামও করেন তিনি ৷ তবে এবার দীপিকা শুধু এক্সারসাইজ করলেন না, বরং সুযোগ পেয়ে নেচে উঠলেন লুঙ্গি ডান্সের গানে৷ জিমে উপস্থিত অন্যরা দীপিকাকে এই অবস্থায় দেখে একেবারে হতবাক ৷ আর দীপিকার এই জিমে গিয়ে নাচ এখন ঝড়ের মতো ভাইরাল....

Published by:Akash Misra
First published:

Tags: Dance, Deepika padukone, Video, Viral Video