Deepika Padukone on Intimate Scenes: 'সিদ্ধান্তকে চুমু খাওয়ার আগে রণবীরের অনুমতি নিয়েছিলেন?', জবাবে দীপিকা বললেন...

Last Updated:

তার মধ্যে রয়েছে, 'গেহরাইয়াঁর ঘনিষ্ঠ দৃশ্যগুলি শ্যুটিং করার আগে স্বামী রণবীর সিংয়ের অনুমতি তিনি নিয়েছিলেন কিনা?' (Deepika Padukone on Intimate Scenes)

Deepika Padukone on Intimate Scenes
Deepika Padukone on Intimate Scenes
#মুম্বই: সামনেই মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোনের বহু প্রতীক্ষিত ছবি 'গেহরাইয়াঁ'। দীপিকার শেয়ার করা নতুন ছবির নীচে কমেন্টে বহু প্রশ্নই করা হয়েছে নায়িকাকে (Deepika Padukone on Intimate Scenes)। তার মধ্যে রয়েছে, 'গেহরাইয়াঁর ঘনিষ্ঠ দৃশ্যগুলি শ্যুটিং করার আগে স্বামী রণবীর সিংয়ের অনুমতি তিনি নিয়েছিলেন কিনা?' (Deepika Padukone on Intimate Scenes) সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন দীপিকা। তাঁর বক্তব্য ছবির নীচে কোনও কমেন্ট তিনি পড়েন না। এবং এ ধরনের মন্তব্য পড়ে সেগুলির জবাব দেওয়া মানে সেগুলিকে অযথা গুরুত্ব দেওয়া (Deepika Padukone on Intimate Scenes)।
দীপিকা ওই সাক্ষাৎকারে বলেছেন, 'এটা নিয়ে কথা বলাটাও বোকামি। আমার মনে হয়, এটাই আমাদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য। আমি কমেন্ট পড়ি না। আমার মনে হয় ও (রণবীর) পড়ে না। এবং আমার মনে হয় ছি! এটা কী জঘন্য একটা অনুভূতি আনল।' বহু প্রতীক্ষিত 'গেহরাইয়া' ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গত ২০ জানুয়ারি। আর ট্রেলারটি যেন ফের একবার দর্শককে ভাবতে বাধ্য করল, প্রেমের ধ্বংসাত্মক দিকের কথা। 'গেহরাইয়া' ছবিতে প্রথমবার দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও ধৈর্য্য কারওয়াকে।
advertisement
আরও পড়ুন: রসায়নের গেহরাইয়াঁ, ছবির সেটে ঘনিষ্ঠ মুহূর্তে দীপিকা-সিদ্ধান্ত!
আধুনিক জীবনের প্রেম-পরকীয়া-উদ্দাম যৌনতা ও অপরাধবোধকে নিয়েই 'গেহরাইয়া' ছবির গল্প বোনা হয়েছে। দীর্ঘ ট্রেলারে সেই ইঙ্গিতই মিলেছে এদিন। দীপিকা অর্থাৎ আলিশা বিবাহিত ধৈর্য্য কারওয়ার সঙ্গে। তবে সেই বিয়ে সুখের নয়। আলিশার তুতো বোন টিয়া অর্থা অনন্যা পান্ডের বিয়ে ঠিক হয়েছে জৈন অর্থাৎ সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে। সবই ঠিক চলছিল, কিন্তু আচমকাই আলিশা ও জৈনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এবং তা দিন দিন গভীরে যেতে শুরু করে, যা চারজনের সম্পর্কেই জটিলতা তৈরি করে।
advertisement
advertisement
আরও পড়ুন: 'ট্যালেন্ট না থাকলে এগুলোই দেখাতে হবে', কাঁদা বাদামে নেচে অশ্লীল ট্রোলের মুখে 'ঝিলিক'! দেখুন ভিডিও
ছবিটি ২৫ জানুয়ারি মুক্তির কথা ছিল, তবে তা খানিকটা পিছিয়ে ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। গত মাসে মুক্তি পেয়েছিল ছবির টিজার। তখন থেকেই দর্শকমহলে উন্মাদনা তৈরি হয়েছিল এই ছবি নিয়ে। গোয়া, মুম্বই ও আলিবাগের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং করা হয়েছে। ছবির পরিচালক শকুন বাত্রা ও প্রযোজক করণ জোহরের ধর্মা প্রোডাকশন। ২০২০ সালে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। তবে করোনার অতিমারির কারণে বার বার তা বন্ধ হয়। অবশেষে সেই ছবি এবার মুক্তির অপেক্ষায়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone on Intimate Scenes: 'সিদ্ধান্তকে চুমু খাওয়ার আগে রণবীরের অনুমতি নিয়েছিলেন?', জবাবে দীপিকা বললেন...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement