Alia Bhat Deepfake: রশ্মিকা, ক‍্যাটরিনা, কাজলের পর এবার আলিয়া! একের পর এক ডিপফেকের শিকার হচ্ছেন বলি-অভিনেত্রীরা

Last Updated:

অন‍্যের মুখে এডিট করে বসানো হয়েছে অভিনেত্রীর মুখ। মুহূর্তেই ভাইরাল হয়েছে এই ভিডিও


রশ্মিকা, ক‍্যাটরিনা, কাজলের পর এবার আলিয়া! একের পর এক ডিপফেকের শিকার হচ্ছেন বলি-অভিনেত্রীরা
রশ্মিকা, ক‍্যাটরিনা, কাজলের পর এবার আলিয়া! একের পর এক ডিপফেকের শিকার হচ্ছেন বলি-অভিনেত্রীরা
একের পর এক অভিনেত্রীর ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ‍্যাল মিডিয়ায়। রশ্মিকা, ক‍্যাটরিনার পর এবার ডিপফেকের শিকার আলিয়া ভাটও। অন‍্যের মুখে এডিট করে বসানো হয়েছে অভিনেত্রীর মুখ। মুহূর্তেই ভাইরাল হয়েছে এই ভিডিও।
বিছানায় গা এলিয়ে বসে আছেন আলিয়া। পরণে সাদা রঙের একটি পোশাক। প্রযুক্তির অপব‍্যবহার করে এমনই একটি ভিডিও বানানো হয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এই ডিপফেক ভিডিও।
advertisement
বিজ্ঞানের অপপ্রয়োগের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে এই ডিপফেক ভিডিও। এর আগে দক্ষিণী এবং বলিউড অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়েও ছড়িয়ে ছিল চাঞ্চল‍্য।
advertisement
জানা যায়, জারা প‍্যাটেল নামে এক ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ ইনফ্লুয়েন্সরের ভিডিওতে এডিট করে বসানো হয়েছিল রশ্মিকার মুখ। পরবর্তীকালে একইভাবে অভিনেত্রী ক‍্যাটরিনা কাইফ এবং কাজলেরও ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ে সোশ‍্যাল মিডিয়ায়। এক মহিলার জামাকাপড় পরিবর্তনের ভিডিওতে বসিয়ে দেওয়া হয়েছিল কাজলের মুখ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhat Deepfake: রশ্মিকা, ক‍্যাটরিনা, কাজলের পর এবার আলিয়া! একের পর এক ডিপফেকের শিকার হচ্ছেন বলি-অভিনেত্রীরা
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement