Debojyoti Mishra : একদা জাহ্নবীতীরে...স্মৃতির সরণিতে হাঁটলেন দেবজ্যোতি মিশ্র তাঁর প্রথম বইয়ে

Last Updated:

Debojyoti Mishra : দেবজ্যোতি মিশ্র নীরবেই লিখে গিয়েছেন তাঁর স্মৃতিরেখাকে। সেই রেখা এ বাংলা- ও বাংলা মিলিয়ে এক বিশাল মন-ভূগোলের সীমানাহীন সীমানাকে নির্দেশ করে

 Debojyoti Mishra
Debojyoti Mishra
কলকাতা : তিনি সুরে লেখেন। আর নোটেশনের লাইন টানা পাতাগুলো থেকে সেই সব সুর অক্ষর হয়ে, বাক্য হয়ে ছিটকে আসে। তাকে দু’মলাটের মধ্যে ধরে রাখা একেবারে সহজ কথা নয়। তার অঙ্গে অঙ্গে যে বাঁশি, তার তরঙ্গে পূরবী আর মোৎজার্ট একাকার। দেবজ্যোতি মিশ্র নীরবেই লিখে গিয়েছেন তাঁর স্মৃতিরেখাকে। সেই রেখা এ বাংলা- ও বাংলা মিলিয়ে এক বিশাল মন-ভূগোলের সীমানাহীন সীমানাকে নির্দেশ করে।
‘একদা জাহ্নবীতীরে...’ দেবজ্যোতির প্রথম বই। নিজের জীবন, উপলব্ধি, জীবনবোধ, সঙ্গীতবোধ এই সব কিছু তো রয়েছেই, পাশাপাশি রয়েছে ব্যক্তিগত বেশ কিছু স্মৃতি। জীবন চলার পথে, সঙ্গীতশিক্ষা, সঙ্গীতচর্চা করার দরুন অনেক অভিজ্ঞতা রয়েছে দেবজ্যোতি মিশ্রর ঝুলিতে। সেগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে অনেক দিনের, তাই এই বই লিপিবদ্ধ করা।
আরও পড়ুন : বিয়ের পর এখানেই নাকি মধুচন্দ্রিমায় যাচ্ছেন রণবীর ও আলিয়া
এখানে এক দিকে যেমন স্থান পেয়েছে তাঁর ব্যক্তিগত স্মৃতি, তেমনই অন্য দিকে উঠে এসেছে সঙ্গীতকে ঘিরে নানা কাহিনি আর বিশ্লেষণ। স্মৃতির সরণি বেযে এই বইয়ে সলিল চৌধুরীর হাত ধরেছেন ঋত্বিক ঘটক, বাবা জাহ্নবীরঞ্জনের পাশে এসে দাঁড়িয়েছেন সত্যজিৎ রায়। কখনও উঁকি দিয়ে গিয়েছেন অনন্য রায়, তো কখনও ঝলকে ঝলকে ফুটে উঠেছেন ঋতুপর্ণ ঘোষ। আবার স্মৃতির ইচ্ছেতেই কখন যেন রবীন্দ্রনাথের পাশে বসে পড়েছেন চৈতন্যদেব। এই  বই এক পুনর্যাত্রা। নিজের কাছে ফেরা। লেখকের সঙ্গে পাঠকও সেই যাত্রার শরিক। শুধু লেখা নয়, এই বইতে উঠে এসেছেন তুলি-ইজেলের দেবজ্যোতিও। এক লগনছাড়া গদ্যতরঙ্গে নৌকা হয়ে ভেসে রয়েছে তাঁর আঁকা বেশ কিছু ছবি। গঙ্গার তরঙ্গে প্রাণপদ্ম ভাসানোর এই আয়োজন।
advertisement
advertisement
আরও পড়ুন : গোলাপ থেকে উচ্ছে, সব মিষ্টি নিজে বানিয়ে কী বলছেন সৌমিতৃষা? শেয়ার করলেন ছবিও
আগামী ১২ এপ্রিল সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ( আইসিসিআর ) বইটা প্রকাশিত হবে।দেবজ্যোতি মিশ্র বললেন," নিজের স্মৃতির কথা,স্মৃতি কথায় লিখে যাওয়া যা আমার জীবনে বাস্তব একটা অন্য রকম অনুভূতি।বাবার কথা, ছেলেবেলা, কলোনির ঘর থেকে মোৎসার্টের সঙ্গে পরিচিতি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সলিল চৌধুরী। আমার সুরের পথ ধরে বেড়ে ওঠা এই বইয়ে লিপিবদ্ধ করলাম। সঙ্গে আমার আঁকা বেশ কিছু ছবিও আছে।" বইটার প্রকাশক রাবণ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Debojyoti Mishra : একদা জাহ্নবীতীরে...স্মৃতির সরণিতে হাঁটলেন দেবজ্যোতি মিশ্র তাঁর প্রথম বইয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement