Debina Bonnerjee Gurmeet Choudhary: লাল পেড়ে সাদায় দুই একরত্তি, প্রথম শাড়ি-সাজেই বাঙালি স্বাদ আনলেন মা দেবিনা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Debina Bonnerjee Gurmeet Choudhary: সুন্দর সাংস্কৃতিক মিশ্রণে বড় হচ্ছে লিয়ানা-দেবিনা। মুম্বইয়ে থেকেও কিন্তু মা দেবিনা তাঁর সন্তানদের কোনও ভাবে বাঙালি স্বাদ থেকে বঞ্চিত করেন না।
মুম্বই: দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধারি। হিন্দি টেলিভিশনে অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল। আর এখন তাঁদের কন্যাকে পাওয়ার সিস্টারস বললে অত্যুক্তি হবে না। দুই বোনের ভিডিও, ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। লিয়ানা চৌধারি এবং দিবিসা চৌধারি। বিহারি বাবা ও বাঙালি মায়ের মিশ্র সংস্কৃতির সবটা নিয়েই বড় হচ্ছে তারা।
advertisement
advertisement
এবার দুই খুদেকে লাল পেড়ে সাদা শাড়ি পরিয়ে অনুরাগীদের সামনে নিয়ে এলেন মুম্বইয়ের বাঙালিনী দেবিনা। দেড় বছরের লিয়ানা ও সাত মাসের দিবিসা যেন বাংলার ঘরের বউটি সেজে দেখা দিল। খুদে খুদে পায়ে হেঁটে সকলকে তাক লাগিয়ে দিল লিয়ানা। সে যে এখন বড় দিদি। এখন আর মায়ের কোলে উঠে ছবি তুলতে হয় না তাকে। তাই সারা বাড়ি হেঁটে বেড়াল একরত্তি। তার হেঁটে বেড়ানোর ভিডিও নেপথ্যে আবার গান বাজানো হল ‘কাদের কুলের বউ’। তবে টলমলে পায়ে হাঁটতে হাঁটতে শেষে বাবার কোলে গিয়েই শান্ত হল মেয়ে।
advertisement
অন্যদিকে ছোট বোন দিবিসা মায়ের কোলে। ছোট মেয়েকে যেন লাল পেড়ে সাদা কাপড়ে মুড়িয়ে কোলে জাপটে রেখেছেন দেবিনা। মাথায় আবার ঘোমটাও রয়েছে তার। মায়ের সাজেও ষোল আনা বাঙালিয়ানার ছোঁয়া। সাদা শাড়ি, কপালে লাল টিপ, রংবেরঙের হার গলায়। উল্টোদিকে দাঁড়িয়ে বাবা গুরমিত।
advertisement
আরও পড়ুন: সানির আত্মীয় হলেন অনীক দত্ত! দেওল পরিবারের সঙ্গে গাঁটছড়া পরিচালকের, আতিথেয়তার ভূয়সী প্রশংসা
এমনই সুন্দর সাংস্কৃতিক মিশ্রণে বড় হচ্ছে লিয়ানা-দেবিনা। মুম্বইয়ে থেকেও কিন্তু মা তাঁর সন্তানদের কোনও ভাবে বাঙালি স্বাদ থেকে বঞ্চিত করেন না। অন্নপ্রাশন থেকে শুরু করে বাংলা গান গেয়ে শোনানো, নিয়ম মেনে বিভিন্ন বাঙালি পার্বন পালন, কোনও কিছুরই খামতি নেই চৌধারি বাড়িতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 10:44 AM IST