Debina Bonnerjee Gurmeet Choudhary: লাল পেড়ে সাদায় দুই একরত্তি, প্রথম শাড়ি-সাজেই বাঙালি স্বাদ আনলেন মা দেবিনা

Last Updated:

Debina Bonnerjee Gurmeet Choudhary: সুন্দর সাংস্কৃতিক মিশ্রণে বড় হচ্ছে লিয়ানা-দেবিনা। মুম্বইয়ে থেকেও কিন্তু মা দেবিনা তাঁর সন্তানদের কোনও ভাবে বাঙালি স্বাদ থেকে বঞ্চিত করেন না।

দুই কন্যার সঙ্গে দেবিনা ও গুরমিত
দুই কন্যার সঙ্গে দেবিনা ও গুরমিত
মুম্বই: দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমিত চৌধারি। হিন্দি টেলিভিশনে অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল। আর এখন তাঁদের কন্যাকে পাওয়ার সিস্টারস বললে অত্যুক্তি হবে না। দুই বোনের ভিডিও, ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। লিয়ানা চৌধারি এবং দিবিসা চৌধারি। বিহারি বাবা ও বাঙালি মায়ের মিশ্র সংস্কৃতির সবটা নিয়েই বড় হচ্ছে তারা।
advertisement
advertisement
এবার দুই খুদেকে লাল পেড়ে সাদা শাড়ি পরিয়ে অনুরাগীদের সামনে নিয়ে এলেন মুম্বইয়ের বাঙালিনী দেবিনা। দেড় বছরের লিয়ানা ও সাত মাসের দিবিসা যেন বাংলার ঘরের বউটি সেজে দেখা দিল। খুদে খুদে পায়ে হেঁটে সকলকে তাক লাগিয়ে দিল লিয়ানা। সে যে এখন বড় দিদি। এখন আর মায়ের কোলে উঠে ছবি তুলতে হয় না তাকে। তাই সারা বাড়ি হেঁটে বেড়াল একরত্তি। তার হেঁটে বেড়ানোর ভিডিও নেপথ্যে আবার গান বাজানো হল ‘কাদের কুলের বউ’। তবে টলমলে পায়ে হাঁটতে হাঁটতে শেষে বাবার কোলে গিয়েই শান্ত হল মেয়ে।
advertisement
অন্যদিকে ছোট বোন দিবিসা মায়ের কোলে। ছোট মেয়েকে যেন লাল পেড়ে সাদা কাপড়ে মুড়িয়ে কোলে জাপটে রেখেছেন দেবিনা। মাথায় আবার ঘোমটাও রয়েছে তার। মায়ের সাজেও ষোল আনা বাঙালিয়ানার ছোঁয়া। সাদা শাড়ি, কপালে লাল টিপ, রংবেরঙের হার গলায়। উল্টোদিকে দাঁড়িয়ে বাবা গুরমিত।
advertisement
এমনই সুন্দর সাংস্কৃতিক মিশ্রণে বড় হচ্ছে লিয়ানা-দেবিনা। মুম্বইয়ে থেকেও কিন্তু মা তাঁর সন্তানদের কোনও ভাবে বাঙালি স্বাদ থেকে বঞ্চিত করেন না। অন্নপ্রাশন থেকে শুরু করে বাংলা গান গেয়ে শোনানো, নিয়ম মেনে বিভিন্ন বাঙালি পার্বন পালন, কোনও কিছুরই খামতি নেই চৌধারি বাড়িতে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Debina Bonnerjee Gurmeet Choudhary: লাল পেড়ে সাদায় দুই একরত্তি, প্রথম শাড়ি-সাজেই বাঙালি স্বাদ আনলেন মা দেবিনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement