Anik Dutta at Deol Wedding: সানির আত্মীয় হলেন অনীক দত্ত! দেওল পরিবারের সঙ্গে গাঁটছড়া পরিচালকের, আতিথেয়তার ভূয়সী প্রশংসা

Last Updated:
Anik Dutta at Deol Wedding: একটি ছবিতে দেখা গেল, অনীক বসে রয়েছেন চেয়ারে। বরপক্ষ থেকে করণের কাকা অভয় দেওল আপ্যায়ন করছেন কনেপক্ষের। সেই মুহূর্তেই বলি অভিনেতার সঙ্গে ছবি উঠল টলি পরিচালকের।
1/9
দেওল পরিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধল আচার্য পরিবার। মহা ধুমধামে ছেলের বিয়ে দিচ্ছেন সানি দেওল। করণ দেওল ও দৃশা আচার্যের ছোটবেলার প্রেম বৈবাহিক পরিণতি পেতে চলেছে।
দেওল পরিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধল আচার্য পরিবার। মহা ধুমধামে ছেলের বিয়ে দিচ্ছেন সানি দেওল। করণ দেওল ও দৃশা আচার্যের ছোটবেলার প্রেম বৈবাহিক পরিণতি পেতে চলেছে।
advertisement
2/9
আর এই মহা আনন্দের উৎসবের ছবিতে ভরে উঠেছে বাঙালি পরিচালক অনীক দত্তের ফেসবুক প্রোফাইল। কী ব্যাপার? দেওল পরিবারের অনুষ্ঠানে হঠাৎ টলিউডের পরিচালক কেন?
আর এই মহা আনন্দের উৎসবের ছবিতে ভরে উঠেছে বাঙালি পরিচালক অনীক দত্তের ফেসবুক প্রোফাইল। কী ব্যাপার? দেওল পরিবারের অনুষ্ঠানে হঠাৎ টলিউডের পরিচালক কেন?
advertisement
3/9
কনেপক্ষের গুরুত্বপূর্ণ সদস্য অনীক দত্ত। দেওলদের হবু বৌমা দৃশা আচার্য আদপে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বিমল রায়ের বংশধর। তাঁর প্রপৌত্রীর সঙ্গেই বিয়ে হতে চলেছে করণের।
কনেপক্ষের গুরুত্বপূর্ণ সদস্য অনীক দত্ত। দেওলদের হবু বৌমা দৃশা আচার্য আদপে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বিমল রায়ের বংশধর। তাঁর প্রপৌত্রীর সঙ্গেই বিয়ে হতে চলেছে করণের।
advertisement
4/9
দৃশার বাবা আর অনীক দত্ত সম্পর্কে তুতো ভাই। দৃশার জ্যাঠামশাই অনীক। আর সেই কারণে ভাইয়ের মেয়ের বিয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অনীককে।
দৃশার বাবা আর অনীক দত্ত সম্পর্কে তুতো ভাই। দৃশার জ্যাঠামশাই অনীক। আর সেই কারণে ভাইয়ের মেয়ের বিয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অনীককে।
advertisement
5/9
অনীক নিজে ছবি ও ভিডিও পোস্ট করে দেওল পরিবারের আতিথেয়তার প্রশংসা করলেন। দারুণ খাওয়াদাওয়া, সুস্বাদু ককটেলের কথা বলতে ভুললেন না তিনি।
অনীক নিজে ছবি ও ভিডিও পোস্ট করে দেওল পরিবারের আতিথেয়তার প্রশংসা করলেন। দারুণ খাওয়াদাওয়া, সুস্বাদু ককটেলের কথা বলতে ভুললেন না তিনি।
advertisement
6/9
একটি ছবিতে দেখা গেল, অনীক বসে রয়েছেন চেয়ারে। বরপক্ষ থেকে করণের কাকা অভয় দেওল আপ্যায়ন করছেন কনেপক্ষের। সেই মুহূর্তেই বলি অভিনেতার সঙ্গে ছবি উঠল টলি পরিচালকের।
একটি ছবিতে দেখা গেল, অনীক বসে রয়েছেন চেয়ারে। বরপক্ষ থেকে করণের কাকা অভয় দেওল আপ্যায়ন করছেন কনেপক্ষের। সেই মুহূর্তেই বলি অভিনেতার সঙ্গে ছবি উঠল টলি পরিচালকের।
advertisement
7/9
সানির ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানের সমস্ত কিছুতে ধর্মেন্দ্র দেখা যাবে না, এমনটা বর্ষীয়ান অভিনেতা নিজেই জানিয়েছেন। তিনি একেবারে বিয়ের দিন উপস্থিত থাকবেন।
সানির ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানের সমস্ত কিছুতে ধর্মেন্দ্র দেখা যাবে না, এমনটা বর্ষীয়ান অভিনেতা নিজেই জানিয়েছেন। তিনি একেবারে বিয়ের দিন উপস্থিত থাকবেন।
advertisement
8/9
এক সংবাদমাধ্যমকে ধর্মেন্দ্র বললেন, ‘‘বাচ্চারা একটু নিজেদের মতো আনন্দ করুক। আমি ওখানে থাকলে ওদের অনেক আনন্দই মাটি হবে। বুঝেশুনে পা ফেলবে। কী দরকার? আমি চাই না ওদের একটুও কম আনন্দ হোক।’’
এক সংবাদমাধ্যমকে ধর্মেন্দ্র বললেন, ‘‘বাচ্চারা একটু নিজেদের মতো আনন্দ করুক। আমি ওখানে থাকলে ওদের অনেক আনন্দই মাটি হবে। বুঝেশুনে পা ফেলবে। কী দরকার? আমি চাই না ওদের একটুও কম আনন্দ হোক।’’
advertisement
9/9
আগামী ১৬ জুন বিয়ের আসর বসবে মুম্বইয়ের অভিজাত হোটেলে। আশা করা যায়, তার পর অনীকের ফেসবুকে অন্দরমহলের আরও ছবি পাওয়া যাবে দেওল পরিবারের আনন্দ দিনে।
আগামী ১৬ জুন বিয়ের আসর বসবে মুম্বইয়ের অভিজাত হোটেলে। আশা করা যায়, তার পর অনীকের ফেসবুকে অন্দরমহলের আরও ছবি পাওয়া যাবে দেওল পরিবারের আনন্দ দিনে।
advertisement
advertisement
advertisement