চার নারী, হাতে তরবারি, মধুমিতা-রাজনন্দিনীর 'নজরবন্দি' ঋতুপর্ণা! ঘোষণা দেবারতির

Last Updated:

সাইবার ক্রিমিনালদের প্ররোচনায় আপনার সঙ্গে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে প্রতারণা। তাই সাইবার ক্রাইম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আসছে “নজরবন্দি”।

ঋতুপর্ণা সেনগুপ্ত, মধুমিতা সরকার, রাজনন্দিনী পাল
ঋতুপর্ণা সেনগুপ্ত, মধুমিতা সরকার, রাজনন্দিনী পাল
কলকাতা: আপনি কি জানেন আপনার হাতের স্মার্টফোন আপনার জন্য ঠিক কতটা বিপদজনক হতে পারে? ফেলতে পারে বিপদেও। কেড়ে নিতে পারে আপনার উপার্জন করা টাকাও? সাইবার ক্রিমিনালদের প্ররোচনায় আপনার সঙ্গে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে প্রতারণা। তাই সাইবার ক্রাইম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আসছে “নজরবন্দি”।
প্রায়শই সাইবার প্রতারণার ঘটনা ঘটতে দেখা যায়। দিন দিন তা বেড়েই চলেছে। তাঁর প্রধান কারণ হল সচেতনতার অভাব। সাইবার প্রতারণা নিয়ে সচেতনতা বাড়তেই এবার মাঠে নেমেছে পরিচালক দেবারতি ভৌমিক। “কাঁটাতার”-এর পর এবার দ্বিতীয় ছবি “নজরবন্দি” নিয়ে হাজির দেবারতি।
advertisement
advertisement
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, মধুমিতা সরকার, অনিন্দিতা বসু, রাজনন্দিনী পাল ও সোহাগ সেনকে। ছবির ইউএসপি হল ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে শুধু মহিলাদের নিয়েই। সাইবার ক্রিমিনাল, ক্রাইমের ভিকটিম, এমনকি পুলিশ সকলেই মহিলা! ঋতুপর্ণা এই ছবিতে চিত্রকর, মধুমিতা আর রাজনন্দিনীকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে, আর পুলিশের ভূমিকায় অনিন্দিতা বসু।
advertisement
দেবারতি ভৌমিক দেবারতি ভৌমিক
পরিচালক বলেন, “নজরবন্দী মূলত একটি কমার্সিয়াল ছবি। যার গল্প বলার জন্য আমি বেছে নিয়েছি মেয়েদের। প্রশ্ন উঠতে পারে শুধু মেয়েরাই কেন? কারণ ছবির দুর্দান্ত অ্যাকশনের দৃশ্য হোক বা সম্পর্কের টানাপোড়েন, সবেতেই যে মেয়েরা ফুল মার্কস পেতে পারে, এটা বোঝানোর দায় একজন মহিলা পরিচালকেই তো নিতে হবে।”
বাংলা খবর/ খবর/বিনোদন/
চার নারী, হাতে তরবারি, মধুমিতা-রাজনন্দিনীর 'নজরবন্দি' ঋতুপর্ণা! ঘোষণা দেবারতির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement