Pulkit Samrat-Kriti Kharbanda: বিয়ের পিঁড়িতে পুলকিত-কৃতী? ভাইরাল কার্ডের ছবি ঘিরে তোলপাড় স্যোশাল মিডিয়া

Last Updated:
Pulkit Samrat-Kriti Kharbanda: চার হাত এক হতে চলেছে পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দার। চলতি মাসের জানুয়ারি মাসে বাগদান সেরেছিলেন তাঁরা। এবার পালা বিয়ের?
1/9
চার হাত এক হতে চলেছে পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দার। চলতি মাসের জানুয়ারি মাসে বাগদান সেরেছিলেন তাঁরা। এবার পালা বিয়ের?
চার হাত এক হতে চলেছে পুলকিত সম্রাট ও কৃতী খরবন্দার। চলতি মাসের জানুয়ারি মাসে বাগদান সেরেছিলেন তাঁরা। এবার পালা বিয়ের?
advertisement
2/9
জনপ্রিয় মেগা ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’তে অভিনয়ের মধ্যে দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন পুলকিত। তারপর জড়িয়েছেন একাধিক সম্পর্কে।
জনপ্রিয় মেগা ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’তে অভিনয়ের মধ্যে দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন পুলকিত। তারপর জড়িয়েছেন একাধিক সম্পর্কে।
advertisement
3/9
সলমন খানের বোন শ্বেতা রোহিরার প্রেম পড়েন তিনি। ২০১৪ সালে বিয়েও করেন পুলকিত-শ্বেতা। কিন্তু তা বেশি দিন টেকেনি। মাত্র একবছরের মাথায় ভেঙেছে সংসার।
সলমন খানের বোন শ্বেতা রোহিরার প্রেম পড়েন তিনি। ২০১৪ সালে বিয়েও করেন পুলকিত-শ্বেতা। কিন্তু তা বেশি দিন টেকেনি। মাত্র একবছরের মাথায় ভেঙেছে সংসার।
advertisement
4/9
তারপর নায়ক তাঁর সহ-অভিনেত্রী ইয়ামি গৌতমের প্রেমে পড়েন। কিন্তু তাঁদেরও বিচ্ছেদ হয় ২০১৮ সালে।
তারপর নায়ক তাঁর সহ-অভিনেত্রী ইয়ামি গৌতমের প্রেমে পড়েন। কিন্তু তাঁদেরও বিচ্ছেদ হয় ২০১৮ সালে।
advertisement
5/9
 ২০১৮-তেই সিনেমার সেটে পুলকিত ও কৃতীর ঘনিষ্ঠতা শুরু হয়। দুজনে একসঙ্গে এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।
২০১৮-তেই সিনেমার সেটে পুলকিত ও কৃতীর ঘনিষ্ঠতা শুরু হয়। দুজনে একসঙ্গে এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।
advertisement
6/9
পুলকিত-কৃতী নিজেদের সম্পর্ক নিয়ে বারাবরই অকপট। তাঁরা একসঙ্গে নানা ছবিও পোস্ট করে থাকেন।
পুলকিত-কৃতী নিজেদের সম্পর্ক নিয়ে বারাবরই অকপট। তাঁরা একসঙ্গে নানা ছবিও পোস্ট করে থাকেন।
advertisement
7/9
জানুয়ারিতে আচমকাই বাগদান সারেন তারকা জুটি। আর এবার খবর তাঁরা নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন?
জানুয়ারিতে আচমকাই বাগদান সারেন তারকা জুটি। আর এবার খবর তাঁরা নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন?
advertisement
8/9
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের নাম লেখা একটি বিয়ের কার্ডের ছবি। তবে তা পুলকিত বা কৃতী কেউই শেয়ার করেননি নিজেদের প্রোফাইল থেকে ।
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের নাম লেখা একটি বিয়ের কার্ডের ছবি। তবে তা পুলকিত বা কৃতী কেউই শেয়ার করেননি নিজেদের প্রোফাইল থেকে ।
advertisement
9/9
চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে গুঞ্জন।
চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে গুঞ্জন।
advertisement
advertisement
advertisement