Death News: প্রয়াত 'পাতাললোক' অভিনেতা জয়দীপ আহলাওয়াতের বাবা... গোপনীয়তা প্রার্থনা অভিনেতার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
জয়দীপ আহলাওয়াতের বাবা ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। জীবনে চলার পথে বারবার নিজের বাবার অণুপ্রেরণার কথা বলেছেন অভিনেতা। ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর ভূমিকায় পাতাললোক সিজন-২তে পুনরায় অভিনয় করতে চলেছেন জয়দীপ। দ্বিতীয় সিজনের প্রিমিয়ার ১৭ জানুয়ারি।
প্রয়াত পাতাললোক খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াতের বাবা। গ্যাংস অফ ওয়াসেপুর, রাজি, এবং পাতাল লোকের মতো সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন জয়দীপ আহালওয়াত। সম্প্রতি পাতাললোকের দ্বিতীয় পর্ব আসছে। তারই প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা। সেইসময় আচমকাই আসে বাবার মৃত্যু সংবাদ।
একটি বিবৃতিতে তাঁর টিম জানিয়েছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি জয়দীপ আহলাওয়াতের বাবা আর নেই। তাঁর পরিবার এই কঠিন সময়ে গোপনীয়তার অনুরোধ করছেন।’
advertisement
advertisement
জয়দীপ আহলাওয়াতের বাবা ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। জীবনে চলার পথে বারবার নিজের বাবার অণুপ্রেরণার কথা বলেছেন অভিনেতা। ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীর ভূমিকায় পাতাললোক সিজন-২তে পুনরায় অভিনয় করতে চলেছেন জয়দীপ। দ্বিতীয় সিজনের প্রিমিয়ার ১৭ জানুয়ারি।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 9:52 AM IST