Daughters day 2024 Special: বিপাশার সঙ্গে তাঁর একরত্তি মেয়ের বাংলায় কথোপকথন, শুনলে অবাক হয়ে যাবেন! কী বলল দেবী জানেন?

Last Updated:

Daughters day 2024 Special: বিপাশা ও করণ সিং গ্রোভারের মেয়ে দেবী গড় গড় করে বাংলায় কথা বলতে পারে। দেখুন সেই ভিডিও।

বিপাশা ও করণের মেয়ে দেবী
বিপাশা ও করণের মেয়ে দেবী
মুম্বই: আন্তর্জাতিক কন্যা দিবস ২০২৪ পড়েছে রবিবার, ২২ সেপ্টেম্বর। সেই উপলক্ষে নিজের দেড় বছরের মেয়ের একটি ভিডিও শেয়ার করেছেন বলিউডের বাঙালি নায়িকা বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভারের মেয়ে দেবী গড় গড় করে বাংলায় কথা বলতে পারে।
ভাইরাল ভিডিওতে শোনা গিয়েছে, মা বিপাশার সঙ্গে দেবীর বাংলায় কথোপকথন। বিপাশা মেয়েকে জিজ্ঞেস করছেন, তুমি কেমন আছ? মেয়েও পাল্টা মাকে বলছে উত্তর। একই সঙ্গে আদো আদো গলায় তার উচ্চারণ তুমি সোনা মেয়ে? মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Bipasha Basu (@bipashabasu)

advertisement
তবে আর পাঁচটা বাচ্চার মতো খুব স্বাভাবিক ছিল না একরত্তি দেবীর জীবন। মাত্র তিন মাস বয়সে ‘ওপেন হার্ট সার্জারি’ হয়েছিল তার। প্রায় সময়ই একরত্তি মেয়ের নানা ছবি রিলস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন বিপাশা-করণ। আর তাদের মেয়ের অসুস্থতার খবরও এক সাক্ষাৎকারে জানান তাঁরা।
advertisement
জন্মের পরেই জানা যায়, ছোট্ট দেবীর হার্টে দুটো ছিদ্র রয়েছে। আর তার জন্য অস্ত্রোপচারও করা হয় দেবীর। সদ্যোজাত দেবীর শারীরিক অসুস্থতা নিয়ে কোন এক সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন, মেয়ের অসুস্থতার সময়টা আমার আর বিপাশার কাছে সবচেয়ে কঠিন সময় ছিল। তবে আমি খুব সৌভাগ্যবান যে সেই কঠিন সময়টা আমরা কাটিয়ে উঠতে পারি। করণের কথায়, আমার মেয়ের বুক থেকে পেট অবধি একটা লম্বা দাগ রয়েছে। আমি মনে করি আমার মেয়ে একজন যোদ্ধা। আর সেই সময় বিপাশা যে কষ্টটা করেছে তা কোনও কিছুর সঙ্গে তুলনা হয় না।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Daughters day 2024 Special: বিপাশার সঙ্গে তাঁর একরত্তি মেয়ের বাংলায় কথোপকথন, শুনলে অবাক হয়ে যাবেন! কী বলল দেবী জানেন?
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement