Darshana Banik : দু’টি পাতা একটি কুঁড়ি, চাবাগিচায় দর্শনার মানিকে ম্যাজিক

Last Updated:
কলকাতা : সামাজিক মাধ্যমে তিনি খুবই সক্রিয় ৷ নিত্যনতুন ছবি ও ভিডিয়ো তো থাকেই ৷ পাশাপাশি, বাইশে শ্রাবণ থেকে জন্মাষ্টমী, যে কোনও বিশেষ উপলক্ষ থাকলে দর্শনা বণিক (Darshana Banik ) পোস্ট করেন নাচের ভিডিয়ো-ও৷ তাঁর মতো নেটসক্রিয় নায়িকা ‘মানিকে মাগে হিথে’-এর জাদু থেকে কীভাবে দূরে সরিয়ে রাখতে পারেন নিজেকে!
জগৎজয়ী এই সিংহলি গানের সঙ্গে এ বার ভিডিয়ো পোস্ট করলেন তিনিও ৷ অনেক তারকা এই গানের সঙ্গে নেচেছেন ৷ মাধুরী দীক্ষিতের মতো মহাতারকা অবশ্য উপহার দিয়েছেন ভ্রূভঙ্গি এবং চোখের অমোঘ ইশারা ৷ দর্শনা (Darshana Banik) অবশ্য সে সব কোনও পথে হাঁটেননি ৷ তিনি চলে গিয়েছেন চাবাগানে ৷
সরলবর্গীয় গাছের ছায়ায় পাহাড়ের ঢালে চাবাগিচা ৷ সেখানে কাজ করছেন মহিলা কর্মীরা ৷ তাঁদের সঙ্গেই দু’টি পাতা, একটি কলি তুললেন দর্শনা ৷ কর্মীদের নিপুণ হাতের পাশে দর্শনার অনভ্যস্ত হাতেও অটুট থাকল ‘মানিকে ম্যাজিক’ ৷ চা বাগিচায় দর্শনার মানিকে ম্যাজিকের দর্শনসংখ্যা ইতিমধ্যেই ছাপিয়েছে ৩ হাজার ৷ মন্তব্য শতাধিক ৷ শেয়ার করা হয়েছে প্রায় আড়াইশো বার ৷ মুগ্ধ দর্শকরা পাঠিয়েছেন সুরসিক মন্তব্যও ৷
advertisement
advertisement
কেউ দর্শনাকে বলেছেন মোমো খেতে ৷ কোনও নেটিজেনের বক্তব্য, তিনি এই বাগিচার চা-ই পান করেন ৷ চা পান করার আগে কোনও অনুরাগীর দাবি, প্রাণবন্ত দর্শনাকে দেখেই সব ক্লান্তি দূর হয়ে যায় ৷ ভাল মন্তব্যের পাশাপাশি দর্শনার এই ভিডিয়োতেও এসেছে কুমন্তব্য ৷ কিন্তু তিনি যথারীতি ট্রোলিংকে উপেক্ষা করেছেন ৷
advertisement
আরও পড়ুন : সঙ্গীত ও কত্থকে দীর্ঘ নিবিড় অনুশীলন অর্পিতার, যবনিকা উঠতে চলেছে ‘মাই নেম ইজ জান’-এর উপর থেকে
শুধু ভার্চুয়াল দুনিয়াই নয় ৷ দর্শনা এখন উজ্জ্বল তাঁর কাজের ক্ষেত্রেও ৷ পাল্লা দিয়ে, দাপটের সঙ্গে সমান তালে অভিনয় করছেন দক্ষিণী ইন্ডাস্ট্রি এবং টলিউডে ৷ সম্প্রতি তিনি অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের বিপরীতে, ‘বাঙারাজু’ ফ্যান্টাসি কমেডিতে ৷ টলিউডে তাঁকে দেখা যাবে ‘জালবন্দি’ ছবিতে ৷ সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে এ ছবির পরিচালক পীযূষ সাহা ৷ তাঁর ছেলে প্রিন্স প্রাচু্র্য অত্মপ্রকাশ করবেন এ ছবিতে ৷ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই দীপাবলিতে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Darshana Banik : দু’টি পাতা একটি কুঁড়ি, চাবাগিচায় দর্শনার মানিকে ম্যাজিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement