Alia Bhatt on Ranveer Singh's nude photoshoot: রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে সরব আলিয়া! 'আমি সহ্য করতে পারি না...'
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Alia Bhatt on Ranveer Singh's nude photoshoot: আলিয়া গোলিয়ন কি রাসলীলা রাম লীলা তারকা সম্পর্কে স্পষ্ট জানান, 'আমি এই বিষয়টা সহ্য করতে পারি না...
গত দু'দিন ধরে সোশ্যাল মিডিয়াজুড়ে একটিই নাম জ্বলজ্বল করছে, রণবীর সিং। বলিউড নায়ক হঠাৎই নগ্ন হয়ে ক্যামেরার সামনে এলেন। কয়েকটি ছবিতে কালো অন্তর্বাস পরে রয়েছেন। কয়েকটি ছবিতে একফালি কাপড়ও নেই শরীরে। নিউ ইয়র্কের এক ফ্যাশন ম্যাগাজিনে প্রচ্ছদের জন্যই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। আর তাই দেখেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়।
সম্প্রতি, রণবীরের গালি বয় সহ-অভিনেতা আলিয়া ভাট তাঁর আগামী ছবি 'ডার্লিংস'-এর প্রচারে এসেছিলেন। সেখানে নাযিকাকে নগ্ন ফটোশুট সম্পর্কে বহুল আলোচিত প্রশ্ন করা হয়েছিল। অভিনেত্রী গোলিয়ন কি রাসলীলা রাম লীলা তারকা সম্পর্কে স্পষ্ট জানান, 'আমি এই বিষয়টা সহ্য করতে পারি না..."
advertisement
advertisement
প্রশংসা আর নিন্দার জোর টক্কর চলছে। কেউ বলছেন, রণবীর সাহসিকতার পরিচয় দিয়েছেন, কেউ দাবি করছেন, এ ভাবে নগ্ন হয়ে ক্যামেরার সামনে আসা অনুচিত। কেউ প্রশ্ন তুলছেন, কোনও মহিলা এমন করলে কি মেনে নেওয়া হত?
advertisement
এই সাহসী অবতারে রণবীরকে দেখে উত্তেজিত তাঁর অনুরাগীরা। রণবীর যদিও বলেছেন যে, ক্যামেরার সামনে নগ্ন হওয়া তাঁর কাছে বিরাট কোনও বিষয় নয়। তাঁর কথায়, তিনি দর্শকদের সামনে নিজের মন ও আত্মাকে নগ্ন করেছে অভিনয়ের জন্য। ওটাই আসল নগ্নতা তাঁর কাছে। তবে এর আগেও ন্যুড ফোটোশ্যুটে ভাইরাল হয়েছিলেন রণবীর। আর একাধিক বার সাহসী পদক্ষেপ, সাহসী সাজ পোশাকে চোখ টেনেছেন অভিনেতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 2:59 PM IST