বিয়ে সেরে ফেললেন দঙ্গলের সেই ছোট্ট জায়রা ওয়াসিম, নিকাহর প্রথম ছবি শেয়ার করতেই শুভেচ্ছার বন্যা
- Reported by:Trending Desk
- Published by:Rachana Majumder
Last Updated:
প্রথম ছবিতে তাঁকে নিকাহ অর্থাৎ বিবাহ চুক্তিতে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে। তাঁর হাত সুন্দর মেহেন্দির নকশা দিয়ে সজ্জিত। এটি তাঁর জীবনের একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা করে।
২০১৯ সালে বলিউড ছেড়ে দেওয়া প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিম এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ইনস্টাগ্রামে নিজের অন্তরঙ্গ নিকাহ অনুষ্ঠানের ছবি শেয়ার করে অভিনেত্রী ভক্তদের অবাক করে দিয়েছেন। জায়রা সেই অনুষ্ঠানের দুটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে তাঁকে নিকাহ অর্থাৎ বিবাহ চুক্তিতে স্বাক্ষর করতে দেখা যাচ্ছে। তাঁর হাত সুন্দর মেহেন্দির নকশা দিয়ে সজ্জিত। এটি তাঁর জীবনের একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা করে।
দ্বিতীয় ছবিতে, জাইরা এবং তাঁর স্বামীকে পিছন থেকে রাতের আকাশের নীচে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। তিনি সোনালি সুতো দিয়ে কাজ করা একটি গাঢ় লাল দোপাট্টা পরে আছেন, অন্য দিকে, তাঁর বর ম্যাচিং ক্রিম রঙের শেরওয়ানি পরে আছেন। চাঁদের আলোয় তাঁদের ঘনিষ্ঠতা ভালভাবে ফুটে উঠেছে। জায়রার শেয়ার করা ছবিতে ক্যাপশনটি সহজ কিন্তু অর্থপূর্ণ। তিনি লিখেছেন কবুল হ্যায় এক্স ৩।
advertisement
advertisement
জায়রা ওয়াসিম ১৬ বছর বয়সে আমির খানের দঙ্গল (২০১৬) সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন, যেখানে তিনি কুস্তিগীর গীতা ফোগটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেন। তাঁর অসাধারণ অভিনয় তাঁকে সেরা সহ-অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। এরপর তিনি সিক্রেট সুপারস্টার (২০১৭) সিনেমায় আরেকটি প্রশংসিত চরিত্রে অভিনয় করেন, যা বলিউডের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা হিসেবে তাঁর অবস্থানকে সুদৃঢ় করে।
advertisement
এরপর ২০১৯ সালে জায়রা ঘোষণা করেন যে, তিনি চলচ্চিত্র জগত ছেড়ে দিচ্ছেন। তিনি সেই সময় জানান, এই ক্ষেত্রটি সত্যিই আমার জন্য প্রচুর ভালবাসা, সমর্থন এবং প্রশংসা এনেছে। কিন্তু, এটি আমাকে অজ্ঞতার পথেও নিয়ে গিয়েছে, কারণ আমি নীরবে ইমান থেকে বেরিয়ে এসেছি।
তারপর থেকে, জায়রা গোপনেই থেকেছেন। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিশ্বাস এবং আধ্যাত্মিকতা সম্পর্কে বিভিন্ন বার্তা শেয়ার করেছেন। তাঁর সাম্প্রতিক বিবাহের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় করা ব্যক্তিগত জীবনের এক বড় আপডেট তো বটেই, যা ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর ভালবাসা এবং অভিনন্দন পাচ্ছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 20, 2025 3:26 PM IST










