আসতে চলেছে 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩ (Dance dance Junior Season 3)। প্রথম দুটো সিজনে সাফল্য লাভের পর দীর্ঘ অপেক্ষা... তারপরেই আসছে স্টার জলসার জনপ্রিয় এই নাচের রিয়্যালিটি শো (Dance Reality Show)। এরমধ্যেই এর প্রোমো এসে গিয়েছে সামনে। দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে।
'ডান্স ডান্স জুনিয়র'-এর তৃতীয় সিজন-এ রয়েছে একাধিক চমক। বিচারক আসনে বসবেন টলিউড সুপারস্টার দেব (Dev), অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও মনামী ঘোষ (Monami Ghosh)। প্রথমবার কোনও রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে একসঙ্গে দেখা যাবে দেব-রুক্মিনী মৈত্রকে। অন্যদিকে মেন্টর হিসাবে থাকছেন স্টার জলসার তিন ধারাবাহিকের মুখ্য অভিনেতারা। গুনগুন- তৃণা সাহা (Trina Saha), খুকুমণী- দিপান্বিতা রক্ষিত ও গঙ্গারাম-অভিষেক বসু (Abhishek Bose)। তবে শোনা যাচ্ছে এই সিজনে মহাগুরু হিসেবে গাইড করছেন না মিঠুন চক্রবর্তী। তবে গোটা দেশ থেকে অসম্ভব প্রতিভাবান প্রতিযোগীরা থাকছে এই শো-তে।
আরও পড়ুন: কেউ যদি আয়করে ফাঁকি দেয় তাহলে তো তাঁকে হাজতবাস করতে হবেই: দেব
এই সিজনে ৫- ১২ বছর বয়সীরা অংশগ্রহণ করতে পারবে। অডিশনে জিতে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তারা।
অভিনেতা দেব জানান, "আগের সিজেনের থেকে বেশি দায়িত্ব এই সিজনে। বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে বোঝাতে হয়, সেটাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। তবে ওঁরা খুব ট্যালেন্টেড, এবারের শো কিন্তু আরও একধাপ এগিয়ে।"রুক্মিণী প্রথমবার বিচারক আসনে বসে ভীষণই উচ্ছ্বসিত। তিনি বলেন,"সবাই ভীষণ প্রতিভাবান, সবাই সব পারে, ভীষণ চাপ হয়ে যায় ওঁদের মধ্যে থেকে বাছাই করা। মাঝে মাঝে তো মনে হয়ে ওঁদের মাঝে আমায় না বোকা লাগে, ওঁদের বয়সে আমি একটা পারতামই না।"
আরও পড়ুন: অভিনয় না করলে আমি একজন রাঁধুনি হতাম: ধনুষ! তবে প্রিয় রান্নার নাম শুনলে অবাক হবেন
তবে এই সিজনের মূল বিষয় হল একধাপ এগিয়ে। তাই এই 'ডান্স ডান্স জুনিয়র' কতটা দর্শকের মনের কাছের হবে, তারই অপেক্ষা...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance Dance Junior, Dev, Monami Ghosh, Rukmini Maitra