Dadasaheb Phalke IFF Awards 2024 Winners: বিতর্কিত 'অ্যানিমাল'-এর জয়জয়কার, ভাঙ্গার ঝুলিতে দাদাসাহেব ফালকে, শাহরুখ-রানির বিরাট জয়, রইল চমকে ভরা তালিকা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dadasaheb Phalke IFF Awards 2024 Winners: তাবড় তাবড় বলি তারকাদের হাতে উঠল সম্মানীয় পুরস্কার। প্রকাশ্যে এল বিজয়ীদের নাম। শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, নয়নতারা, সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো শিল্পীদের নাম জ্বলজ্বল করছে তালিকায়।
মুম্বই: দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার বিতরণী ২০২৪। তাবড় তাবড় বলি তারকাদের হাতে উঠল সম্মানীয় পুরস্কার। প্রকাশ্যে এল বিজয়ীদের নাম। শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, নয়নতারা, সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো শিল্পীদের নাম জ্বলজ্বল করছে তালিকায়।
‘জওয়ান’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য শাহরুখ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। সেই ছবিতেই নায়িকা হিসেবে নজরকাড়া অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নয়নতারা। আবারও অ্যাটলি পরিচালিত ছবিতে সুর দিয়ে অনিরুধ রবিচন্দরও পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। বিতর্কিত ছবি ‘অ্যানিমাল’-এর জন্য সেরা পরিচালকের আসনে বসলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
advertisement
advertisement
অন্যদিকে ক্রিটিকস পুরস্কারে সম্মানীত হয়েছেন ভিকি কৌশল। ‘স্যাম বাহাদুর’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। রইল দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৪-এর বিজয়ীদের তালিকা-
সেরা ছবি: জওয়ান
সেরা ছবি (ক্রিটিকস): টুয়েলফথ ফেল
সেরা অভিনেতা: শাহরুখ খান, ‘জওয়ান’
সেরা অভিনেত্রী: রানী মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’
advertisement
সেরা অভিনেত্রী (ক্রিটিকস): করিনা কাপুর খান, ‘জানে জাঁ’
সেরা অভিনেতা (ক্রিটিকস): ভিকি কৌশল, স্যাম বাহাদুর
সেরা পরিচালক: সন্দীপ রেড্ডি ভাঙ্গা, ‘অ্যানিমাল’
সেরা পরিচালক (ক্রিটিকস): অ্যাটলি, ‘জওয়ান’
সেরা সঙ্গীত পরিচালক: অনিরুদ্ধ রবিচন্দর, ‘জওয়ান’
সেরা প্লেব্যাক গায়ক: বরুণ জৈন এবং শচীন জিগার, ‘তেরে ভাস্তে’ (জারা হাটকে জারা বচকে)
advertisement
সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও, ‘বেশরম রং’ (পাঠান)
সেরা খলনায়ক অভিনেতা: ববি দেওল, ‘অ্যানিমাল’
সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা: অনিল কাপুর ‘অ্যানিমাল’
সেরা সিনেমাটোগ্রাফার: জ্ঞান শেখর ভিএস, ‘আইবি সেভেনওয়ান’
সবচেয়ে প্রমিসিং অভিনেতা: বিক্রান্ত মাসে, ‘টুয়েলফথ ফেল’
সবচেয়ে প্রমিসিং অভিনেত্রী: আদা শর্মা, ‘দ্য কেরালা স্টোরি’
advertisement
সেরা বহুমুখী অভিনেত্রী: নয়নতারা
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: রূপালী গঙ্গোপাধ্যায়, ‘অনুপমা’
টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা: নীল ভাট, ‘ঘুম হ্যায় কিসিকে পেয়ার মে’
বছরের সেরা টেলিভিশন সিরিজ: ‘ঘুম হ্যায় কিসিকে পেয়ার মে’
ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী: করিশ্মা তান্না, ‘স্কুপ’
ওয়েব সিরিজের সেরা অভিনেতা: শাহিদ কাপুর, ‘ফরজি’
advertisement
সেরা ওয়েব সিরিজ: ‘ফরজি’
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান: মৌসুমী চট্টোপাধ্যায়
সঙ্গীতজগতে অসামান্য অবদান: কেজে ইয়েসুদাস
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2024 11:00 AM IST