‘ফিল্মের জগতে পশ্চিমবঙ্গ হবে রয়েল বেঙ্গল টাইগার’, রাজ্যপালের গলায় বাংলার উদাত্ত প্রশংসা
- Published by:Uddalak B
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি মুখ্যমন্ত্রীকে কাব্যিক ও শৈল্পিক বলেও উল্লেখ করেন৷
#কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে রাজ্যের চলচ্চিত্র উৎসবের প্রাণ খুলে প্রশংসা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ রাজ্যপাল এ বারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম বক্তা ছিলেন৷ তিনি তাঁর বক্তব্যে রাজ্যের ফিল্ম ইতিহাসের কথা যেমন উঠে এল, তেমনই উদ্বোধনের মঞ্চে বসে থাকা অতিথিদের মধ্যে শাহরুখ খান বা অমিতাভ বচ্চনের কথাও উঠে এল৷
আরও পড়ুন - '১২ তারিখ লালনের মৃত্যু, ১৪-এ আরও ৩, শুভেন্দুর গ্রেফতার চাই,' সুর চড়ালেন কুণাল
রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তিনি মুখ্যমন্ত্রীকে কাব্যিক ও শৈল্পিক বলেও উল্লেখ করেন৷ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের কথা উল্লেখ করে তিনি বলেন, যেমন জঙ্গলে সেরাদের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই চলচ্চিত্র উৎসবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার এই কলকাতা চলচ্চিত্র উৎসব আসলে উৎসবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার৷
advertisement
advertisement
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে, ‘‘ রয়াল বেঙ্গল টাইগার হচ্ছে এই ফেস্টিভ্যাল। এই ফিল্ম ফেস্টিভ্যাল তারকাদের জন্য নয়, কমন ম্যানদের জন্য। কমন ম্যানদের জন্য এঁরা সকলে স্টার। স্টাররা আসবে, যাবে, কিন্তু সাধারণ মানুষ থাকবে।’’ এই কথার শেষেই তিনি উল্লেখ করেন শাহরুখ খানের ছবির সংলাপও, ‘ডোন্ট আন্ডার এস্টিমেট দ্যা পাওয়ার অফ কমন ম্যান৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2022 6:06 PM IST