বিদেশে প্রশংসা পেল রাজাদিত্যর ট্রিলজির দ্বিতীয় পর্ব 'ক্রাকিং দ্য গ্লাস সিলিং'

Last Updated:

ভারত এবং ফিনল্যান্ডের যৌথ উদ্যোগে তৈরী হয়েছে "ক্র্যাকিং দ্যা গ্লাস সিলিং"l

বিদেশে প্রশংসা পেল রাজাদিত্যর ট্রিলজির দ্বিতীয় পর্ব 'ক্রাকিং দ্য গ্লাস সিলিং'
বিদেশে প্রশংসা পেল রাজাদিত্যর ট্রিলজির দ্বিতীয় পর্ব 'ক্রাকিং দ্য গ্লাস সিলিং'
কলকাতা:   ভারতীয় নারীসত্তার জয়গান করে তিনটি পূর্ণদৈর্ঘের তথ্যচিত্র নির্মাণ করেছেন রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় ।প্রথমটি হল অচ্ছুৎ বা 'দ্য আনটাচেবল' । এই ট্রিলজির দ্বিতীয় ছবি  'ক্রাকিং দ্য গ্লাস সিলিং' । এই ছবিতে পশ্চিম বর্ধমানের ত্রিলোকচন্দ্রপুর গ্রামের মহিলাদের স্যাক্সোফোন দল 'স্যাক্সো সিস্টার্স'দের গল্প সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক ।
রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের এক সুপরিচিত ব্যক্তিত্ব। পরিচালনার পাশাপাশি তিনি কবি, নাট্যশিল্পী, নাট্যকার, এবং অভিনেতা হিসেবেও খ্যাতিলাভ করেছেন | তাঁর বেশিরভাগ সৃষ্টিই মানবজীবন কেন্দ্রিকl মানবজীবনের বৈচিত্র, সংগ্রাম, এবং প্রতিবাদ নিয়েই তিনি মূলত কথা বলেন।
advertisement
advertisement
জীবনের পাশাপাশি অস্তিত্ব এবং মৃত্যুও তার সৃষ্টির  অন্যতম বিষয় । তিনি তিনটি ভিন্ন বিষয়ের মৃত্যু নিয়ে কাজ করেছেন। যেমন ভাষার মৃত্যু নিয়ে তৈরী করেছেন " লস্ট ফর ওয়ার্ডস",পেশার মৃত্যু নিয়ে " ওয়াটারওয়ালা" এবং সম্পর্কের মৃত্যু নিয়ে তৈরী হয়েছে "ডেথ সার্টিফিকেট"l তাঁর প্রথম ফিচার ফিল্ম "ডেথ সার্টিফিকেট" এর জন্য ইতিমধ্যেই একটি  আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন তিনি l
advertisement
ছোটবেলা থেকেই সাহিত্যের পরিবেশে বেড়ে ওঠেন পরিচালকl তাঁর পিতা প্রখ্যাত সাহিত্যিক শ্রী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এবং বিখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রয়াত বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় তার অগ্রজ। এদের দু'জনের ছত্রছায়ায় থেকেও তিনি উভয় ক্ষেত্রেই স্বতন্ত্রভাবে নিজের পরিচয় তৈরী করেছেনl অচেনা, অজানাকে আপন করে নেওয়াটাই তার নেশাl তার এই নেশাকে পেশার সঙ্গে যুক্ত  করে তিনি সৃষ্টি করে চলেছেনা একের পর এক সৃজনশীল কাজl
advertisement
তাঁর পরবর্তী তথ্যচিত্র "ক্র্যাকিং দ্যা গ্লাস সিলিং"- ও ব্যতিক্রম নয়l পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রামের দুই বধূ চুমকি বাদ্যকর ও প্রিয়া বাদ্যকর এবং পরিবারের ছোটো সদস্যা সংগীতা বাদ্যকর কীভাবে সমাজের বেড়াজাল ভেঙে পেশাগত স্যাক্সোফোন শিল্পী হয়ে উঠলেন, তাই নিয়েই তৈরি হয়েছে এই ছবির কাহিনি।
শ্বশুরবাড়ির অনুপ্রেরণায়, পারিবারিক পরম্পরাকে বাড়ির পুরুষের পাশাপাশি নারীশক্তিও যে বহন করতে পারেন তার জ্বলন্ত উদাহরণ প্রিয়া, চুমকি ও সংগীতাl কোভিদ-১৯ মহামারীর পরিস্থিতিতে সংসার বাঁচাতেই তাদের এই উদ্যোগl বাড়ির পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে স্যাক্সোর সুরে সুর মিলিয়েছেন ওঁরাl বাড়ির সহায়তায় আজ তারা রীতিমতন পেশাদার শিল্পী হিসেবে পরিচিতl
advertisement
ভারত এবং ফিনল্যান্ডের যৌথ উদ্যোগে তৈরী হয়েছে "ক্র্যাকিং দ্যা গ্লাসসেলিং"l পরিচালক তার রচনায় সম্পূর্ণ বাস্তব চিত্রটি তুলে ধরেছেনl শুভ দে এবং সুমন শিতের অসামান্য সিনেমাটোগ্রাফি ছাড়া এই চলচ্চিত্রটি অসম্পূর্ণ থেকে যেত। সুমন্ত সরকারের রং বিন্যাসের কারিকুরিও তুলনাহীন। শব্দ এবং সংগীত আবহের কৃতিত্ব সম্পূর্ণ ব্যাকবেঞ্চারস প্রোডাকশনের নিজস্বl
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিদেশে প্রশংসা পেল রাজাদিত্যর ট্রিলজির দ্বিতীয় পর্ব 'ক্রাকিং দ্য গ্লাস সিলিং'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement