Ustad Rashid Khan: অতি সঙ্কটজনক উস্তাদ রশিদ খান! সঙ্গীত শিল্পীকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে মমতা

Last Updated:

Ustad Rashid Khan: আচমকাই হৃদরোগে আক্রান্ত হন সঙ্গীত শিল্পী৷ অবস্থার অবনতি হতেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে।

কলকাতা: অতি সঙ্কটজনক অবস্থায় উস্তাদ রশিদ খান। মঙ্গলবার তাঁর অবস্থার আরও অবনতি হয়। তখনই তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে৷ অক্সিজেন সাপোর্টে রাখা হয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পীকে দেখতে কলকাতার বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই রয়েছে মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
বিগত বেশ কিছু দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রশিদ খান। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন৷ কিন্তু তারই মধ্যে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন সঙ্গীত শিল্পী৷ অবস্থার অবনতি হতেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, স্নায়ু বিভাগের চিকিৎসকেরা তাঁকে দেখছেন৷ এছাড়াও মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের গোটা টিম তাঁর দেখাশোনা করছে৷ শিল্পীর শারীরিক জটিলতার খবর শুনে উদ্বিগ্ন ভক্তরাও৷ সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ustad Rashid Khan: অতি সঙ্কটজনক উস্তাদ রশিদ খান! সঙ্গীত শিল্পীকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement