Mamata Banerjee-Anuparna Roy: ভেনিসে ইতিহাস গড়লেন বাংলার মেয়ে অনুপর্ণা, সেরা পরিচালককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee-Anuparna Roy: বিনোদন জগতে ফের ভারতের জয়জয়কার৷ ৮২-তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের খেতাব জয় করলেন বাঙালি পরিচালক অনুপর্ণা রায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার মেয়ে এই সাফল্যে গর্বিত৷
কলকাতা: বিনোদন জগতে ফের ভারতের জয়জয়কার৷ ৮২-তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের খেতাব জয় করলেন বাঙালি পরিচালক অনুপর্ণা রায়৷ আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন পুরুলিয়ার মেয়ে৷
অনুপর্ণা রায় পরিচালিত ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’–এর জন্য অরিজন্টি’ বিভাগে তিনি এই পুরস্কার জিতেছেন। মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার জীবন সংগ্রামের গল্প বলেছে এই ছবি৷ তাঁর এই দুর্দান্ত গল্প আন্তর্জাতিক মহলে দারুণ প্রশংসায় কুড়িয়েছে।
আরও পড়ুন-শুক্রাণু বাড়বে লাফিয়ে…! পুরুষরা চিবিয়ে খান মাত্র ১০ দিন, টগবগিয়ে ফুটবে যৌবন, ঝিমিয়ে পড়া পুরুষত্ব হবে চাঙ্গা!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার মেয়ে এই সাফল্যে গর্বিত৷ এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন,আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
advertisement
advertisement
আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের…
— Mamata Banerjee (@MamataOfficial) September 8, 2025
advertisement
আরও পড়ুন-‘তোলপাড়’ হবে বিশ্বব্রহ্মাণ্ড…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে শনির অভিশাপে ৪ রাশির জীবন ‘নরক’, বিপদের খাঁড়া ঝুলছে এঁদের কপালে, জানুন আপনার ভাগ্যে কী?
অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়। এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনও ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়। আমি প্রার্থনা করব, অনুপর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরও উজ্জ্বল করুন।
advertisement
অনুপর্ণার এই ছবিতে অভিনয় করেছেন নাজ শেও ও সুমি বাঘেল৷ ছবির প্রযোজক বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং। এবং পরিচালক অনুরাগ কাশ্যপ ছিলেন অন্নপূর্ণার এই ছবির প্রেজেন্টার। তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক অনুপর্ণা রায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 1:50 PM IST